National

ছুটে চলেছে এক্সপ্রেস ট্রেন, দাউদাউ করে জ্বলছে ৩টি কামরা

রেললাইনের ওপর বিছিয়ে পড়ে আছে ট্রেনের লম্বা শরীর। দাউ দাউ করে জ্বলছে ৩টি কামরা। বি ৫, বি ৬ আর বি ৭। একঝলক সেই জ্বলন্ত কামরার দিকে তাকাতেই ৮০-র দশকে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘বার্নিং ট্রেন’-এর কথা মনে পড়ে গিয়েছিল অনেকেরই। প্রাণে তো বেঁচে ফিরে আসা গেছে। এই রক্ষে! আপাতত তাই ঈশ্বরকে প্রাণভরে ধন্যবাদ জানাচ্ছেন বিশাখাপত্তনম-দিল্লি এপি এক্সপ্রেসের কয়েকশো যাত্রী।

সোমবার সকালে লাইন ধরে গন্তব্যের দিকে ঝমঝমিয়ে ছুটে যাচ্ছিল অন্ধ্রপ্রদেশগামী এক্সপ্রেসটি। মধ্যপ্রদেশের গ্বালিয়রের বিড়লানগর স্টেশনে ঢোকার মুখে হঠাৎ আগুন ধরে যায় বি-৭ কামরায়। কামরা থেকে গলগল করে কালো ধোঁয়া বার হতে দেখে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। কেউ ট্রেনের চেন টেনে দেন। কেউ দিশেহারা হয়ে ছুটোছুটি শুরু করে দেন চলন্ত ট্রেনের ভিতর। দেখতে দেখতে বি ৭ কামরার আগুন ছড়িয়ে যায় পরের ২টি কামরায়। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে দ্রুত যাত্রীদের ট্রেন থেকে বার করে আনা হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন ও উদ্ধারকারী দল। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে দমকলবাহিনী। ট্রেনের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিপত্তি ঘটে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করছেন রেলের আধিকারিকরা। আগুন এদিন বিধ্বংসী চেহারা নিলে ব্যাপক প্রাণহানি ঘটতে পারত। কিন্তু তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যাওয়ায় হতাহতের ঘটনা এড়ানো গেছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলছে রেল কর্তৃপক্ষ। অগ্নিদগ্ধ কামরাগুলিকে পরে এক্সপ্রেস থেকে বিচ্ছিন্ন করে গ্বালিয়র নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *