National
ঘন কুয়াশা উত্তর ভারতে, ট্রেন চলছে ঘণ্টার পর ঘণ্টা দেরিতে

শীত আসছে। কাশ্মীরে বরফ পড়তে শুরু করেছে। ছবির মত সুন্দর হয়ে উঠছে প্রকৃতি। হিমাচলের সিমলা, কুলু, মানালি সর্বত্রই এখন ঝিরঝিরে বরফের আস্তরণ। বরফের গোলা বানিয়ে খেলার দিন এসে গেছে সেখানে। কিন্তু শীত আসা মানেই উত্তর ভারত জুড়ে ঘন কুয়াশার আস্তরণ। দৃশ্যমানতার দফারফা। ফলে উত্তর ভারতের ওপর দিয়ে যাওয়া অধিকাংশ ট্রেনের সময়সূচির ঠিক থাকছে না। ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলছে ট্রেন। হাওড়া বা শিয়ালদহ থেকে ছাড়তে চলা বহু ট্রেনের সময় যাচ্ছে বদলে।
প্রবল সমস্যায় পড়ছেন যাত্রীরা। কিন্তু ঘন কুয়াশায় কোনও ঝুঁকিও নিতে পারছেনা রেল কর্তৃপক্ষ। অনেক ট্রেনকে সকালের দিকে উত্তর ভারতের বহু স্টেশনে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এখন সবে নভেম্বর। এই পরিস্থিতির সবে শুরু। ফলে আগামী ২ মাস এমন পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে উত্তর ভারতমুখী যাত্রীদের। তৈরি থাকতে হবে রেল কর্তৃপক্ষকেও।