State

পশ্চিমবঙ্গের বড় প্রাপ্তি, একসঙ্গে ৩টি অমৃত ভারত ট্রেন পেলেন রাজ্যবাসী

পশ্চিমবঙ্গবাসীর জন্য এক বড় প্রাপ্তি। একসঙ্গে ৩টি দূরপাল্লার ট্রেন উপহার পেলেন এ রাজ্যের মানুষ। অমৃত ভারত ট্রেনগুলি ছুটবে বাংলার ৩ স্টেশন থেকে।

এ রাজ্যের ঝুলিতে এল ৩টি ট্রেন। ৩টিই অমৃত ভারত এক্সপ্রেস। যা তৈরি হয়েছে সব অর্থনৈতিক অবস্থায় থাকা মানুষের সুবিধার কথা বিবেচনা করে। এই ট্রেনে যাতায়াত অপেক্ষাকৃত কম খরচে সম্ভব। ফলে মোটা টাকা খরচ না করেও এক সুন্দর ট্রেন যাত্রার সুবিধা পাবেন রাজ্যবাসী।

অমৃত ভারত ট্রেনগুলিতে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। তবে অন্য সুযোগ সুবিধা রয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যে নজর দিয়েছে রেল কর্তৃপক্ষ। যে ৩টি ট্রেন পেল রাজ্য তার প্রতিটিই পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর মধ্যে যাতায়াত করবে। স্টেশনগুলি ট্রেন ভেদে বদলে যাবে।

একটি ট্রেন জলপাইগুড়ি থেকে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি পর্যন্ত যাতায়াত করবে। অন্য ট্রেনটি জলপাইগুড়ি থেকে নাগেরকয়েল পর্যন্ত যাতায়াত করবে। আর তৃতীয় অমৃত ভারত এক্সপ্রেসটি সাঁতরাগাছি স্টেশন থেকে তামবারাম পর্যন্ত যাতায়াত করবে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি নাগেরকয়েল ট্রেনটি রাঙাপানি থেকে যাত্রা করবে। এটি দুপুর পৌনে ২টোয় যাত্রা শুরু করে নাগেরকয়েল পৌঁছবে তৃতীয় দিনের সন্ধে সওয়া ৭টায়। অন্যটি পৌনে ২টোয় যাত্রা শুরু করে তৃতীয় দিন তিরুচিরাপল্লি পৌঁছবে দুপুর সওয়া ২টোয়।

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর মধ্যে যাতায়াতের ক্ষেত্রে ৩টি নতুন ট্রেন যুক্ত হওয়ায় দক্ষিণের রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের যাতায়াত অনেকটাই সুগম হল। প্রসঙ্গত এর আগে তামিলনাড়ু ও বিহারের মধ্যে ১টি অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হয়েছিল। কম খরচে যাত্রার জন্য অমৃত ভারত এক্সপ্রেস ভাল ট্রেন বলেই পরিচিত।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *