যাত্রীদের যুগান্তকারী সুবিধা দিতে চলেছে ভারতীয় রেল, সবুজ সংকেতের পথে প্রস্তাব
যাত্রীদের বহুদিনের ইচ্ছা এবার পূরণ করতে চলেছে ভারতীয় রেল। প্রস্তাবটি সবুজ সংকেত পাওয়ার পথে। আগামী বছরের প্রথম দিন থেকেই সেক্ষেত্রে মিলবে সুবিধা।

যাঁরা ট্রেনে দূরপাল্লার টিকিট কাটেন তাঁরা সাধারণভাবে নিশ্চিত টিকিট পেতে আগেভাগেই টিকিট কেটে ফেলেন। এখন যাত্রার দিনের ২ মাস আগে থেকেই টিকিট কাটার সুবিধা দেয় রেল। কিন্তু এই ২ মাসে অনেক কিছু ঘটতে পারে। সমস্যা আসতে পারে যাত্রার দিনে।
যাত্রীদের অনেকসময়ই যাত্রার দিন বদল করতে হয়। এখন নিয়ম হল যাত্রার দিন বদল করতে হলে যে টিকিট কাটা রয়েছে তা বাতিল করতে হয়। তাতে বাতিলের টাকা কেটে ফেরত দেয় রেল।
আবার নতুন করে যেদিন যাত্রা করতে চান সেদিনের টিকিট কাটতে হয় যাত্রীকে। এটা খরচ সাপেক্ষ এবং বেশ ঝঞ্ঝাটের। যাত্রীদের অনেকসময়ই মনে এসেছে যে যদি এমন হত যে টিকিট যেমন কাটা আছে থাকত, কেবল যাত্রার দিনটা বদল করা যেত। তাহলে বেশ হত।
এবার সেই ইচ্ছা পূরণ করার পথে হাঁটছে রেল। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রস্তাব গৃহীত হওয়ার পথে। সূত্রের খবর এটাও মোটামুটি নিশ্চিত যে ২০২৬ সালের প্রথম দিন থেকেই এই সুবিধা কার্যকর করা হবে।
সেক্ষেত্রে যাত্রীরা টিকিট কাটা থাকলে যাত্রার দিন বদল করতে পারবেন। এজন্য ওই টিকিট বাতিল বা নতুন টিকিট কেনার দরকার নেই। বরং যে টিকিট কেনা আছে তার ভিত্তিতেই বদলে যাবে দিন।
তবে শর্ত একটাই। যে নতুন দিনে যাত্রা করতে চাইছেন সংশ্লিষ্ট যাত্রী ওইদিনের টিকিট থাকতে হবে। তাছাড়া যদি টিকিটের দাম বাড়ে তাহলে অতিরিক্ত দামটাও যাত্রীকে দিয়ে দিতে হবে।
তবে বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই সুবিধা সত্যিই যদি চালু হয় তাহলে বহু যাত্রী উপকৃত হবেন। কারণ যাত্রার দিন বদলের প্রয়োজন অনেকেরই পড়ে।