National

ভাড়া বাড়ল ৪৮টি ট্রেনের


পরিকাঠামো নিয়ে একের পর এক উঠে আসছিল অভিযোগ ও অসন্তোষ। তাই নতুন করে সব কিছু ঢেলে সাজাতে সম্প্রতি উঠে পড়ে লেগেছে ভারতীয় রেল। গড়িমসি করে অফিসে ঢোকার প্রবণতা আটকাতে আগেই আধার-নির্ভর বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম চালু করার কথা ঘোষণা করে চমক দিয়েছে রেল দফতর। সূত্রের খবর, এবারে দূরপাল্লার ট্রেনে গতি বাড়ানোর লক্ষ্যে ৪৮টি মেল ও এক্সপ্রেস ট্রেনকে সুপারফাস্ট করার সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক।


ট্রেনগুলির গতি প্রতি ঘণ্টায় ৫ কিলোমিটার করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে সেই গতির যাত্রা উপভোগ করতে এবার থেকে বাড়তি কিছু টাকা খসবে যাত্রীদের পকেট থেকে। রেল সূত্রে খবর, নতুন ভাড়া অনুযায়ী এবার থেকে স্লিপার ক্লাসের জন্য ৩০ টাকা, এসি টু ও থ্রি টিয়ারের জন্য ৪৫ টাকা আর এসি প্রথম শ্রেণির জন্য ৭৫ টাকা অতিরিক্ত দিতে হবে যাত্রীদের।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *