উৎসবের মরসুমের জন্য যাত্রীদের বিশেষ সুবিধার কথা ঘোষণা করল রেল
উৎসবের মরসুম সামনে। বছরের এই সময় ট্রেনযাত্রার চাপ বাড়ে। সেই যাত্রায় যাত্রীদের সুবিধা দিতে বিশেষ ঘোষণা করল ভারতীয় রেল।

প্রতিবছরই উৎসবের মরসুমে রেলে যাত্রী চাপ বাড়ে। বহু মানুষ বেড়াতে হোক বা বাড়ি ফেরা হোক বা অন্য কোনও কারণে ট্রেনে ভ্রমণ করেন। এই সময় তাই টিকিটের হাহাকারও নজর কাড়ে।
উৎসবের মরসুমে যাত্রীরা যাঁরা এক জায়গা থেকে আর এক জায়গায় যাবেন এবং ফিরবেন, তাঁদের জন্য ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’ নামে একটি সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল।
যদি এমন হয় যে একাধিক যাত্রী কোনও স্থানে যাবেন এবং সেখান থেকে ওই সমসংখ্যক এবং সেই যাত্রীরাই ফিরবেন, তাহলে তাঁরা ভাড়ায় বিশেষ ছাড় পেতে পারেন। শর্ত হল যে শ্রেণিতে তাঁরা যাওয়ার সময় টিকিট কাটবেন, সেই শ্রেণিতেই ফিরতে হবে।
ওই ট্রেনেই ফিরতে হবে। যাঁরা গিয়েছিলেন তাঁদেরও সকলকে ফিরতে হবে। মানে যাওয়ার টিকিট কাটার সময় যাত্রীদের যে তথ্য টিকিট কাটার সময় দেওয়া হবে, সেই একই যাত্রী তথ্য ফেরার সময়ও থাকতে হবে।
আগামী ১৪ অগাস্ট থেকে এই বিশেষ ভাড়ার সুবিধার টিকিট পাওয়া যাবে। ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে যাওয়ার টিকিট হতে হবে। ফেরার টিকিট ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে হতে হবে।
এই টিকিট পরবর্তীকালে বাতিল করলে অবশ্য কোনও টাকা যাত্রী ফেরত পাবেন না। ফ্লেক্সি ফেয়ার যে সব ট্রেনে রয়েছে সেসব ট্রেনের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবেনা। অন্য ট্রেনের যে কোনও শ্রেণির ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা