১০০টি স্টেশনকে অন্য সম্মান দিতে চলেছে ভারতীয় রেল, তালিকায় পশ্চিমবঙ্গের ৩টি স্টেশন
১০০টি স্টেশন একদম অন্য সম্মান পাওয়ার দরজায়। এই অভিনব সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় রেল। যাত্রীদের কাছেও এটা বড় পাওনা।

দেশকে ১০০টি স্টেশন উৎসর্গ করতে চলেছে ভারতীয় রেল। যা অবশ্যই এক অনন্য পদক্ষেপ। যাত্রীদের কাছেও যেমন এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনই তা যেখানকার স্টেশন সেখানকার জন্য অত্যন্ত গর্বের।
২ বছর আগে ভারতীয় রেল অমৃত ভারত স্টেশন স্কিম নামে একটি প্রকল্প গ্রহণ করে। যেখানে স্থির হয় ভারতের ১ হাজার ৩০০টি স্টেশনকে অমূল বদলে ফেলা হবে। যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হবে স্থানীয় শিল্প সংস্কৃতি, বিশ্বমানের যাত্রী সুবিধা ও স্থানীয় যাত্রী সুবিধার দিকে।
রেলস্টেশনগুলির পরিকাঠামো একদম এই কথাগুলি মাথায় রেখে সাজানো হবে। ভোল বদলে ফেলা হবে স্টেশনগুলির। যেখানকার স্টেশন সেখানকার সাংস্কৃতিক ঐতিহ্যকে মাথায় রেখেই স্টেশনের আধুনিকীকরণ করা হবে।
কি কি থাকছে স্টেশনগুলিতে? স্টেশনের এই আধুনিকীকরণের পর সেখানে থাকছে চলমান সিঁড়ি, ফুট ওভারব্রিজ, হাইস্পিড ওয়াইফাই, একেবারে আধুনিক উজ্জ্বল আলোর ব্যবস্থা, যাত্রীদের বিভিন্ন তথ্য প্রদানের জন্য উন্নত বন্দোবস্ত, রুফ প্লাজা, ফুড কোর্ট, কিয়স্ক, ছোটদের খেলার জন্য জায়গা এবং এমন আরও অনেক সুবিধা।
সেই উদ্যোগের হাত ধরে এবার ১০০টি স্টেশনকে দেশকে উৎসর্গ করতে চলেছে ভারতীয় রেল। সেগুলিকে অমৃত ভারত স্টেশন স্কিম-এর আওতায় সেভাবেই সাজিয়ে ফেলা হয়েছে।
এই ১০০টি স্টেশনের তালিকায় পশ্চিমবঙ্গের ৩টি স্টেশনও রয়েছে। আগামী ২২ মে এই স্টেশনগুলিকে দেশের জন্য উৎসর্গ করা হবে। এই স্টেশনগুলির সাজসজ্জায় যেমন সেই এলাকার সংস্কৃতির ছাপ স্পষ্ট থাকছে তেমন স্টেশনে ঢোকা এবং বার হওয়ার দরজায় বিশেষ গুরুত্ব প্রদান করেছে রেল কর্তৃপক্ষ। স্টেশনে ঢোকা এবং বার হওয়ার দ্বার মডেল গেটওয়ে হিসাবে তৈরি করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা