National

ট্রেনে ওঠার জন্য যাত্রীরা আর দরজার ওপর ভরসা করছেননা

ট্রেনে ওঠার জন্য ট্রেনের দরজা দিয়ে প্রবেশ করতে হয়। কিন্তু এখন অনেক যাত্রী আর ট্রেনের দরজা দিয়ে ট্রেনে প্রবেশের ভরসায় থাকছেন না।

ভারতে যোগাযোগ মাধ্যম হিসাবে শহরের মধ্যে যদি বাস, অটো সেরা মাধ্যম হয়, তাহলে একটু দূরে যাওয়ার জন্য ভারতীয়দের সবচেয়ে বেশি পছন্দ ট্রেন। ফলে ট্রেনের ওপর যথেষ্ট যাত্রী চাপ থাকেই। শিয়ালদহ বা হাওড়ায় অফিস টাইমে লোকাল ট্রেনের দিকে দেখলে সে ছবি পরিস্কার হয়ে যায়।

আবার দূরপাল্লার ট্রেনে সাধারণ কামরায় ওঠার হুড়োহুড়িও সেই একই কথা প্রমাণ করে। এমনও হয় যে ভিড়ে ঠাসা প্ল্যাটফর্ম থেকে ট্রেনে প্রবেশ করার জন্য ট্রেনের দরজায় যুদ্ধ চলতে থাকে।


এমনও দেখা যায় যে কেউ উঠতে পারেন, আবার কেউ পারেননা। ট্রেনের দরজায় জীবনের ঝুঁকি নিয়ে ঝুলতেও দেখা যায় যাত্রীদের।

ট্রেনের দরজা দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করে তা সফল নাও হতে পারে, এমন ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মে এক অন্য ছবি গোটা দেশকে অবাক করে দিয়েছে। যে ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তা উজ্জয়িনী স্টেশনের।


স্টেশনে তখন উপচে পড়া ভিড়। ট্রেন ঢোকার পর দেখা যায় ট্রেনের দরজা দিয়ে কামরায় ওঠার জন্য অগুন্তি মানুষ লড়াই চালাচ্ছেন।

আর সেই সময় ট্রেনের একটি খোলা জানালায় চড়ে রীতিমত কসরত করে ২ মহিলা এক এক করে ঢুকে পড়লেন কামরার ভিতর। ২ মহিলাকেই পিছন থেকে কয়েকজন ঠেলে ওই জানালা দিয়ে কামরার মধ্যে ঢুকিয়ে দেন।

দেওয়া হয় সঙ্গে থাকা লাগেজও। এদিকে তখনও বহু মানুষ কামরার দরজায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে ট্রেনে প্রবেশ করতে পারেন। ভিড়ে ঠাসা কামরায় ওঠার জন্য দরজা ছেড়ে জানালা দিয়ে ঢোকার এই ছবি অবাক করে দিয়েছে গোটা দেশকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button