National

এবার অভিনব উপায়ে যাত্রীদের সতর্ক করল রেল

ট্রেনে যাত্রীদের সঠিক আচরণ শেখাতে ভারতীয় রেল নানা পদক্ষেপ নেয়। এবার একটি বিশেষ কাজ না করার কথা বোঝাতে রেলের নেওয়া পথ ছড়িয়ে পড়ল সর্বত্র।

ট্রেনে সফরকালে যাত্রীরা এমন অনেক কিছুই করেন যা করাটা অন্য যাত্রীদের জন্য বা রেলের সুরক্ষার জন্য মোটেও কাম্য নয়। যাত্রীদের তাই নানা সময় রেলের তরফে বোঝানোর চেষ্টা হয়। সেই বোঝানোটা রেল এমনভাবে করার চেষ্টা করে যাতে সব ধরনের যাত্রীকে সেই বার্তা ছুঁয়ে যেতে পারে।

আর তা তখনই সম্ভব যখন তা খুব সহজ সরল চেনা ভঙ্গিতে হবে। সেই রাস্তায় হেঁটে এবার ভারতীয় রেলের তরফে ট্রেনের দরজায় একটি কাজ না করার জন্য যাত্রীদের বোঝানোর চেষ্টা হল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রেলের তরফে এজন্য সোশ্যাল সাইটে একটি মিম ব্যবহার করা হয়েছে। যেখানে দেখা গেছে এটি ট্রেনের কামরার দরজার সামনে কার্যত দরজা আটকে ২ জন বসে আছেন।

সেই ছবির ওপরে লেখা ট্রেন মে বেঠনে কা তরিকা, আর নিচে লেখা ক্যাজুয়াল হ্যায়। যার বাংলা করলে দাঁড়ায় ট্রেনে বসার ধরনটা ক্যাজুয়াল। মানে এটা ঠিক মানাচ্ছে না।

সহজ কথায় ট্রেনের দরজায় বসতে মানা করা হয়েছে। কিন্তু সেটা ট্রেনের দরজায় বসবেন না একথা না বলে একটু মজা করে কথাটা বলা হয়েছে। যাতে তা সকলের নজর কাড়ে।

আর নজর কাড়লে সকলেই বিষয়টি নিয়ে ভাববেন, তা নিয়ে চর্চা করবেন। ফলে রেলের বার্তা ছড়িয়ে পড়তে সময় নেবে না। ভারতীয় রেলের সেই উদ্দেশ্য সফলও হয়েছে। ভারতীয় রেলের এক্স হ্যান্ডলে দেওয়া এই মিম হুহু করে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *