Entertainment

দেশের এই রেলস্টেশনেই হয় অধিকাংশ সিনেমার শ্যুটিং

দেশে এমন একটি রেলস্টেশন রয়েছে যেখানে সিনেমা বা ওয়েব সিরিজের শ্যুটিং হয় হামেশাই। সিনেমার শ্যুটিংয়ের জন্যই বিখ্যাত এই স্টেশন।

বিভিন্ন সিনেমায় স্টেশনের দৃশ্য দেখা যায়। সেখানে নানা কাণ্ডকারখানা চোখের পলক না ফেলেই দেখেন দর্শকেরা। রেলস্টেশনের টানটান এমন দৃশ্যের শ্যুটিংয়ের জন্য স্টেশনের দরকার পড়ে। দেশে এমন একটি স্টেশন রয়েছে যা বিখ্যাতই শ্যুটিং স্পট হিসাবে।

পরিচালকদের স্টেশনের দৃশ্য শ্যুট করার হলেই এই স্টেশনের কথা মনে পড়ে। আর তার হাত ধরে স্টেশনটি উপরি আয় করে স্টেশনে শ্যুটিং বাবদ ভাড়া নিয়ে।


পুরনো লখনউয়ের সিটি স্টেশন হল সেই স্টেশন যেখানে হালফিলের বরেলি কি বরফি থেকে জাবারিয়া জোড়ি, ছোটে নবাব, পতি পত্নী পত্নী অউর ও, ১৪ ফেরে, ইন্সপেক্টর অবিনাশ, কঞ্জুস মক্ষিচুস, উমেশ ক্রনিকল, সিঙ্গল সালমা সহ নানা সিনেমার শ্যুটিং হয়েছে। ব্রিদ সিজন ২, ম্যানফোর্ডগঞ্জ সহ নানা ওয়েব সিরিজের শ্যুটিংও হয়েছে এখানেই।

এই স্টেশনের যেহেতু শ্যুটিংয়ের জন্য এত চাহিদা, তাই স্টেশনটিকে আরও সুন্দর করে সাজানোয় হাত দেওয়া হয়েছে। মোটা টাকা খরচ করে এই মেরামতি ও সৌন্দর্যায়নের কাজ হবে।


ধাপে ধাপে এই কাজ হবে। যার মাস্টার প্ল্যান তৈরি হয়ে গেছে। স্টেশনটিকে সাজানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতিও জায়গা পাবে নানা শিল্পকীর্তিতে। সেইসঙ্গে স্টেশন জুড়ে আলো বদলে নতুন করে আলো লাগানো হবে।

প্রসঙ্গত গত অর্থবর্ষে মাত্র ২টি সিনেমার শ্যুটিং বাবদ স্টেশন ৯ লক্ষ টাকা আয় করেছে। এছাড়া এই স্টেশনে প্রতিদিন প্রায় দেড় হাজার যাত্রীর পা পড়ে। তাঁরা আসেন ট্রেন ধরতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button