National

টুকরো নয়, চুরি হয়ে গেল ২ কিলোমিটার লম্বা রেললাইন

রেললাইনের টুকরো কেটে চুরি হওয়ার ঘটনা আগেও শোনা গেছে। কিন্তু ২ কিলোমিটার লম্বা রেললাইন চুরি হয়ে যাওয়ার ঘটনা হয়তো এই প্রথম।

রেললাইনের টুকরো কেটে চুরি করা বা রেলের অন্য যন্ত্রাংশ চুরি করার ঘটনা আগেও ঘটেছে। সেগুলি রক্ষা করার জন্যই রয়েছে আরপিএফ বা রেলওয়ে প্রোটেকশন ফোর্স।

কিন্তু সকলের নজর এড়িয়ে রেলের ২ কিলোমিটার লাইন এবার চুরি হয়ে গেল। ২ কিলোমিটার লম্বা রেললাইন কম কথা নয়। তা কেটে নিয়ে যাওয়াও সহজ কাজ নয়। কিন্তু সে সবই বাস্তবে হল। প্রশ্ন উঠছে সত্যিই কি নজর এড়িয়ে ঘটনাটি ঘটেছে? নাকি সরষের মধ্যেই রয়েছে ভূত!


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

২ কিলোমিটার রেললাইন চুরির ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর জেলায়। এখানে রয়েছে একটি পুরনো চিনির কারখানা। সেই সুগার মিল থেকে মাল পরিবহণের জন্য একটি রেললাইন পাতা ছিল। যা সোজা যুক্ত হত পান্ডোল স্টেশনে।

এই লোহাত সুগার মিলটি গত কয়েক বছর হল বন্ধ হয়ে পড়ে আছে। ফলে গত কয়েক বছরে চিনিকলটি থেকে স্টেশন পর্যন্ত লাইন দিয়ে কোনও মাল পরিবহণ হয়নি। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সেই ২ কিলোমিটার রেললাইন এবার চুরি হয়ে গেল।

রেলের তরফেই এই চুরির ঘটনার তদন্তে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। তারা তদন্তে নেমে প্রাথমিকভাবে মনে করছে এর পিছনে খোদ আরপিএফ-এর কয়েকজন কর্মীর যোগসাজশ থাকতে পারে।

এই চুরির সঙ্গে যুক্ত সন্দেহে ২ জন আরপিএফ কর্মীকে সাসপেন্ডও করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্তকারীরা মনে করছেন চুরির পর ওই রেললাইন বিক্রিও করে দেওয়া হয়ে থাকতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *