Monday , February 17 2020
Indian Railways
ফুট ব্রিজটির ভেঙে পড়া অংশ, ছবি – সৌজন্যে – ফেসবুক – @prabdeep.singh.58

ব্যস্ত সময়ে ভেঙে পড়ল স্টেশনের ভিড়ে ঠাসা ফুট ওভারব্রিজ

ব্যস্ত সময়ে একেবারে হুলস্থূল কাণ্ড। প্রায় সব স্টেশনেই ২টি প্ল্যাটফর্মের মধ্যে আনাগোনার জন্য ফুট ওভারব্রিজ থাকে। ট্রেন লাইনের মাথা দিয়ে সেই ব্রিজ ধরেই অন্য প্ল্যাটফর্মে পৌঁছে যান যাত্রীরা। ফলে ফুট ওভারব্রিজে সারাদিনই যথেষ্ট চাপ থাকে। আর অফিস টাইমে তো কথাই নেই। বৃহস্পতিবার সকাল তখন ৯টা ১০। ভিড়ে থিকথিক করছে স্টেশনে। আর ঠিক তখনই ভিড়ের চাপে ভেড়ে পড়ে ফুট ব্রিজের একাংশ।

ভোপাল যথেষ্ট ব্যস্ত রেল স্টেশন। সেখানেই একটি ফুট ব্রিজ ধরে তখন অফিস টাইমে প্ল্যাটফর্ম বদল করছিলেন যাত্রীরা। ঠিক সেই সময় ফুট ব্রিজটির একটি অংশ পায়ের তলা থেকে খসে যায়। ওই বড় অংশের ওপর দিয়ে যে যাত্রীরা হেঁটে যাচ্ছিলেন তাঁদের কিছু বুঝে ওঠার আগেই তাঁরা নিচে পড়ে যান। এই ঘটনায় ৯ জন যাত্রী গুরুতর আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি বেশ কয়েকজনের হাল্কা চোট লেগেছে।

ওই ফুট ব্রিজটি ব্রিটিশ আমলে তৈরি। তারপর থেকে সেটি মানুষের ভার নিয়ে আসছে। ফলে বহু বছরে তা জীর্ণ হয়েছিল। যাত্রীরা তাই এই ঘটনার জন্য রেলের দিকেই আঙুল তুলেছেন। ক্ষুব্ধ যাত্রীদের দাবি, রেলের অনেক আগেই এই ফুট ব্রিজটি মেরামতির ব্যবস্থা করা উচিত ছিল। এই ঘটনার জেরে রেল চলাচলেও বেশ কিছুটা বিঘ্ন ঘটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা