National

বাতিল হচ্ছে পুরীর ট্রেন, সবমিলিয়ে বাতিল ৭৪টি ট্রেন

২ মে, বৃহস্পতিবার বাতিল হয়ে যাচ্ছে পুরীগামী সব ট্রেন। হাওড়া থেকে পুরীর সব ট্রেন বাতিল হচ্ছে। বাতিল হচ্ছে ভুবনেশ্বরগামী ট্রেনও। এছাড়া বাতিল হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, ইস্ট কোস্ট এক্সপ্রেস।

এছাড়া বেঙ্গালুরু, সেকেন্দরাবাদ, চেন্নাই থেকে কলকাতাগামী অন্য ট্রেনও বাতিল করা হয়েছে। বুধবার থেকেই একের পর এক ট্রেন বাতিল করার কথা ঘোষণা করছে রেল কর্তৃপক্ষ। সব মিলিয়ে ৭৪টি ট্রেন বাতিল করা হয়েছে। এভাবে একসঙ্গে এত ট্রেন বাতিলের ঘটনা বড় একটা শোনা যায়না।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

অতি ভয়ংকর সাইক্লোন ‘ফণী’ ক্রমশ এগিয়ে আসছে স্থলভাগের দিকে। আর যত এগোচ্ছে ততই আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। গোটা করমণ্ডল উপকূল জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে।

ট্রেনে সফররত যাত্রীরা যাতে আতান্তরে না পড়েন সেকথা মাথায় রেখেই ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। কোনও ঝুঁকি নিতে চাইছে না তারা। পুরী মানেই পর্যটকের ভিড়। সেকথা মাথায় রেখে কলকাতা থেকে পুরী যাওয়ার সব ট্রেন ২ মে বাতিল করেছে রেল।

ফণীর কথা মাথায় রেখে যেভাবে আগাম সতর্কতা শুরু হয়েছে তা তারিফযোগ্য। উপকূলবর্তী রাজ্যগুলির সরকারও সবরকম ব্যবস্থাগ্রহণ শুরু করেছে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের ওপর ফণীর প্রভাব পড়তে চলেছে বলে মনে করছেন আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *