আপাতত ১ সপ্তাহের জন্য বন্ধ আইপিএল, ট্রেনে বাসে ফেরানো হল দিল্লি ও পঞ্জাবের খেলোয়াড়দের
আইপিএল-এর এখনও কিছুটা বাকি। তারমধ্যে ভারত পাক সীমান্তে তৈরি হওয়া বর্তমান পরিস্থিতির কারণে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করে দিল বিসিসিআই।

ধরমশালায় বৃহস্পতিবার সন্ধেয় জমে উঠেছিল আইপিএল। পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস-এর মধ্যে ম্যাচে নজর রেখেছিল গোটা দেশ। খেলা যখন ১০.১ ওভার শেষ করেছে তখন আচমকাই বন্ধ করে দেওয়া হয় ম্যাচ।
কারণ সে সময় জম্মু থেকে শুরু করে পঞ্জাব ও রাজস্থানে ব্ল্যাকআউট করে দিতে হয়েছিল। কয়েক জায়গায় সাইরেন বাজছিল। পাকিস্তানের দিক থেকে উড়ে আসছিল ক্ষেপণাস্ত্র। ধেয়ে আসছিল ড্রোন।
যদিও তার একটিও ভারতের মাটি ছুঁতে পারেনি। আকাশেই সেগুলিকে ধ্বংস করে দেয় ভারত। তবে একটা উত্তেজনা তো তৈরি হয়। পরিস্থিতি বিবেচনা করে জাতীয় স্বার্থে বন্ধ করা হয় খেলা।
যেহেতু বিমান ওঠানামা বন্ধ ছিল তাই ২ দলের খেলোয়াড়, কর্মকর্তা সহ আইপিএল-এর সঙ্গে যুক্ত সকলকে ধরমশালা থেকে একটি বাসে শুক্রবার সকালে নিয়ে আসা হয় জলন্ধর। সেখানে একটি বিশেষ ট্রেন তৈরি ছিল। সেই ট্রেনে জলন্ধর থেকে সকলকে নয়া দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
সীমান্তের পরিস্থিতি বিবেচনা করে বিসিসিআই শুক্রবার বৈঠকেও বসে। প্রথমে শোনা যাচ্ছিল আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে বিসিসিআই। তবে পরে বিসিসিআই পরিস্কার করে দেয় ১ সপ্তাহের জন্য স্থগিত করা হচ্ছে আইপিএল।
পরিবর্তন করা হবে খেলার তারিখ ও মাঠ। তবে সেটা কোথায় হবে, কবে হবে, সেসব পরে জানিয়ে দেওয়া হবে দলগুলিকে। এরমধ্যে বিসিসিআই পুরো পরিস্থিতি খতিয়ে দেখবে। তারপরই এ বিষয়ে দলগুলিকে জানানো হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা