Sports

জয় দিয়ে শুরু ধোনিদের, আজ নাইটদের যাত্রা শুরু

ভারতের ক্রিকেট মানচিত্রে বিনোদন ও ক্রিকেটকে যদি কোনও ইভেন্ট একবিন্দুতে মিলিয়ে থাকে তবে তা নিঃসন্দেহে আইপিএল। গ্রীষ্মের সন্ধেয় নির্মল বিনোদন ও উত্তেজনার খোরাক নিয়ে প্রতি বছরই আইপিএল ভারতীয় ক্রিকেটমোদী মানুষকে আকর্ষিত করে। গত শনিবার থেকে সেই ক্রিকেট বিনোদনই শুরু হল চেন্নাইতে। প্রথম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই ও বেঙ্গালুরু। মাথাভারী দল বেঙ্গালুরু প্রতিবারই তারকাখচিত। কিন্তু বিরাটবাহিনী প্রতিবারই আইপিএল এ মুখ থুবড়ে পড়ে। এবারও শুরুটা অন্তত তেমনই ইঙ্গিত বহন করল।

প্রথম ম্যাচে চেন্নাই টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। একমাত্র পার্থিব প্যাটেল (২৯) বাদ দিয়ে বিরাট কোহলি থেকে ডেভিলিয়ার্স সকলেই ব্যর্থ হন। একমাত্র ২ অঙ্কের রান করেন পার্থিব। ৭০ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরু। যা পরে ব্যাট করতে নেমে কঠিন পিচ সত্ত্বেও ৩ উইকেট হারিয়ে ১৭ ওভার ৪ বল খেলে তুলে নেয় চেন্নাই। সহজ জয় দিয়ে শুরু করল তারা।

দ্বিতীয় দিনে ইডেনের পিচে এদিন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি সান রাইজার্স হায়দরাবাদ। রবিবারের বিকেলের আলোয় এদিন এবারের আইপিএলে নামতে চলেছেন শাহরুখের ছেলেরা। কঠিন দল হায়দরাবাদ। প্রতিবারই বিপক্ষকে রীতিমত বেগ দেয়। যদিও একটা পর্যায় পর্যন্ত ভাল খেলে নাইটরাও। তবে হায়দরাবাদের বিরুদ্ধে তাদের ফলাফল খুব ভাল নয়। সেটা নাইটদের জন্য বাড়তি চাপ। তবে অতীত ভুলে যদি কেবল এদিনের ম্যাচে নাইটরা জোর দেয় তবে তা কলকাতাবাসীর জন্য খুশির কারণ হতে পারে। ঘরের মাঠে দর্শকদের সিংহভাগের সমর্থন নাইটদের এদিন কিছুটা এগিয়ে রাখবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *