Sports

শুরু হল আইপিএল ২০১৭

Published by
News Desk

আইপিএলের শুরুর দিনটা নিয়ে অনেকেরই উৎসাহ থাকে। খেলা তো আছেই। তারসঙ্গে বাড়তি উন্মাদনাটা থাকে শুরুর অনুষ্ঠানটা নিয়ে। ঝলমলে চোখ ঝলসানো একটা অনুষ্ঠান দেখার জন্য কার্যত মুখিয়ে থাকে গোটা দেশ। কিন্তু সেখানেই কোথায় যেন দর্শকদের এক অদ্ভুত হতাশা উপহার দিলেন কর্মকর্তারা। দেশের ৪ ইতিহাস তৈরি করা ব্যাটসম্যান শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ ও বীরেন্দ্র সেহওয়াগকে আইপিএলের তরফ থেকে সম্বর্ধনা দেওয়ার বাইরে কিছুই তেমন নজর কাড়ল না। যে অনুষ্ঠান হল তা নেহাতই সাদামাটা। পুরো অনুষ্ঠানে পেশাদারিত্বের অভাবটাও চোখে পড়েছে বারবার। কখন অনুষ্ঠান শুরু হয়ে কখন শেষ হল তাও টিভির পর্দায় চোখ রেখে বুঝে উঠতে পারেননি অনেকেই।

 

Share
Published by
News Desk

Recent Posts