নকল ডক্টর হাজরা তার সাগরেদ মন্দার বোসকে জিজ্ঞেস করেছিলেন, শেয়ার চাই, না চাইনা? স্পষ্ট করে বলো তো! সোনার কেল্লার সেই ডায়লগই বাস্তব জীবনে উঠে এল বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুরের গলায়। আইপিএল ম্যাচ করার জন্য পানীয় জল তিনি কোনও মতেই ব্যবহার করতে দেবেন না। তাতে একবছর আইপিএলের ম্যাচ মহারাষ্ট্রে হল, না হলনা তাতে তাঁর কিছু যায় আসে না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের এই বক্তব্যের পর কার্যতই মহারাষ্ট্রে আর কোনও আইপিএল ম্যাচ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে যায়। অনেকেই ধরে নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর এহেন কড়া অবস্থানের পর আইপিএল ম্যাচ মহারাষ্ট্র থেকে অন্যত্র সরাতে হবে বিসিসিআইকে। এদিন ফড়নবিশের সেই কড়া অবস্থানের জবাবে বিসিসিআই সেক্রেটারি জানান, মহারাষ্ট্র স্পষ্ট করে জানাক তাদের জল চাই, না রাজস্ব বাবদ ১০০ কোটি টাকা চাই! কারণ গতবারের খতিয়ান অনুযায়ী আইপিএল হলে রাজ্য সরকার তার রাজস্ব খাতে প্রায় ১০০ কোটি টাকা পেয়ে থাকে। মহারাষ্ট্রে পড়া খেলাগুলো অন্যত্র সরলে সেই টাকাও রাজ্য সরকার পাবে না বলে জানান অনুরাগ। পাল্টা কড়া বার্তার পাশাপাশি কিছুটা বন্ধুত্বপূর্ণ সুরে অনুরাগ ঠাকুরের দাবি, বরং আইপিএল হলে যে টাকা রাজস্ব খাতে মহারাষ্ট্র সরকারের ঘরে আসবে তা দিয়ে জলকষ্ট নিবারণে অনেক পদক্ষেপ করতে পারবে রাজ্য সরকার। অনুরাগের বক্তব্যের পর বল এখন মহারাষ্ট্র সরকারের কোর্টে।
Read Next
Sports
August 24, 2024
ক্রিকেটকে চিরবিদায়, এবার এক নতুন অধ্যায় শুরুর পথে গব্বর
Sports
August 22, 2024
বিশ্বকে স্নুকার খেলা শিখিয়েছিল ভারত, সে এক আকর্ষণীয় কাহিনি
September 9, 2024
একদিকে ভয়, অন্যদিকে ভরসা, ২টি বিষয়ই জানালেন স্পিনের যাদুকর মুরলীধরণ
August 24, 2024
ক্রিকেটকে চিরবিদায়, এবার এক নতুন অধ্যায় শুরুর পথে গব্বর
August 22, 2024
বিশ্বকে স্নুকার খেলা শিখিয়েছিল ভারত, সে এক আকর্ষণীয় কাহিনি
August 22, 2024
টেস্টে সর্বাধিক বল খেলা ক্রিকেটার ভারতেরই, কখনও শূন্য রানে আউট হননি
Related Articles
Leave a Reply