দায়িত্বজ্ঞানহীন খেলার নজির সৃষ্টি করে এবারের মত আইপিএল থেকে বিদায় নিল কলকাতা। জেতার টার্গেট পেয়েও তা কাজে লাগাতে পারল না গম্ভীররা। পরপর উইকেট ছুঁড়ে দিয়ে হায়দরাবাদকে কার্যত ম্যাচ উপহার দিয়ে এল তারা। যোগ্য দল হিসাবেই জিতল ওয়ার্নারের ছেলেরা। এদিন কোটলার পিচে টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠান কলকাতার ক্যাপ্টেন। ব্যাট করতে নেমে প্রথমেই শিখর ধাওয়ানের উইকেট খোয়াতে হয় হায়দরাবাদকে। এরপর ম্যাচের হাল ধরেন হায়দরাবাদের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার ও হেনরিকস। ভালই চলছিল। কিন্তু দলের ৭১ রানের মাথায় পরপর হেনরিকস ও ওয়ার্নার আউট হওয়ার ফের চাপে পড়ে যায় হায়দরাবাদ। মাঠে তখন যুবরাজ সিং আর দীপক হুডা। ফের ভাল জুটি। ভাল রান। ১৫ তম ওভারে দলের ১২০ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরতে হয় হুডাকে। ঠিক তার পরের বলেই ফের আউট। স্ট্যাম্প আউট হয়ে ফিরতে হয় বেন কাটিংকে। ফলে ফের চাপ। আর সেই চাপ আরও ভয়ংকর চেহারা নিতে পারত তার পরের বলেই। কুলদীপের বলে যুবরাজ ক্রিজ ছেড়ে প্রায় উল্টোদিকে ছুট দিলেও নড়েননি নমন ওঝা। সহজেই নন স্ট্রাইক এন্ডে ধীরে সুস্থে আউট করা যেত যুবরাজকে। কিন্তু নিজেদের পরপর ভুলে সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে কেকেআর। যার ফলও ভুগতে হয়। যুবরাজ এরপর পরপর দুবলে দুটি চার মেরে ফের দলের রান রেটের গতিকে তরান্বিত করে। আর শেষ ওভারে বিপুলের দুটি ছক্কা হায়দরাবাদকে শুধু ১৬২ রানে পৌঁছেই দেয়নি। কলকাতার জন্য চ্যালেঞ্জিং স্কোর খাড়া করতেও সাহায্য করে। রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে দ্রুত রান তোলার তাগিদে নিজের উইকেট খোয়ান উত্থাপ্পা। মুনরো নামলেও বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি তাঁরও। মুনরো রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পর ক্রমশ জেতার জন্য প্রয়োজনীয় রান রেট বাড়তে থাকে কলকাতার। আর ঠিক সেই সময়েই ফের ধাক্কা। সেট ব্যাটসম্যান হয়েও গম্ভীরের আবিবেচকের মত শট কলকাতাকে চাপের মুখে ঠেলে দেয়। ৯ ওভারে ৬৩ রানে ৩ উইকেট হারানোর পর কলকাতার সম্ভাবনা ক্রমশ কমতে শুরু করে। অন্যাদিকে হায়দরাবাদের খেলোয়াড়দের মুখের উজ্জ্বল ভাব ক্রমশ স্পষ্ট হতে দেখা যায় মাঠে। ৬৯ রানের মাথায় সহজ ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন ইউসুফ পাঠান। ৪ উইকেট হারানোর পর কলকাতার আসা মোটামুটি শেষ হয়ে যায়। কারণ কলকাতার ডেভিলিয়ার্স নেই, যে ম্যাচ বার করে আনবে। এরপর যদিও মণীশ পাণ্ডে ও সূর্যকুমার যাদব কিছুক্ষণ লড়াই দেন। কিন্তু তাতে বিশেষ ফল হয়নি। সূর্য আউট হওয়ার পর হায়দরাবাদ কার্যত নিশ্চিত হয়ে যায় তাদের জিত নিয়ে। অবশেষে ম্যাচ জিতে কলকাতাকে আইপিএলের দৌড় থেকে ছিটকে দেয় হায়দরাবাদ।
Read Next
Sports
August 24, 2024
ক্রিকেটকে চিরবিদায়, এবার এক নতুন অধ্যায় শুরুর পথে গব্বর
Sports
August 22, 2024
বিশ্বকে স্নুকার খেলা শিখিয়েছিল ভারত, সে এক আকর্ষণীয় কাহিনি
September 9, 2024
একদিকে ভয়, অন্যদিকে ভরসা, ২টি বিষয়ই জানালেন স্পিনের যাদুকর মুরলীধরণ
August 24, 2024
ক্রিকেটকে চিরবিদায়, এবার এক নতুন অধ্যায় শুরুর পথে গব্বর
August 22, 2024
বিশ্বকে স্নুকার খেলা শিখিয়েছিল ভারত, সে এক আকর্ষণীয় কাহিনি
August 22, 2024
টেস্টে সর্বাধিক বল খেলা ক্রিকেটার ভারতেরই, কখনও শূন্য রানে আউট হননি
Related Articles
Leave a Reply