National

চিকিৎসক নন এমন মানুষের সঙ্গে মদ্যপান নয়, আবেদন আইএমএ–র

চিকিৎসক নন এমন মানুষের সঙ্গে মদ্যপান করবেন না। সংগঠনের সদস্যদের কাছে এমনই আবেদন জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সাধারণ মানুষের কাছে চিকিৎসকদের ভাবমূর্তি ধরে রাখতেই এই পরামর্শ বলে জানানো হয়েছে। সাধারণ মানুষের সামনে কোনও চিকিৎসকের অভব্য বা অসংলগ্ন আচরণ চিকিৎসকদের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে বলেই জানিয়েছেন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি চিকিৎসক কেকে আগরওয়াল। সেইসঙ্গে পুরুষদের দিনে ১৮ মিলি ও মহিলাদের ৯ মিলির বেশি অ্যালকোহল পান উচিত নয় বলে পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের সুস্বাস্থ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসাবে চিহ্নিত করেছে আইএমএ। ১ জুলাই চিকিৎসক দিবস ও ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন মদ্যপান বর্জনের আবেদনও জানানো হয়েছে। আইএমএ-র বৈঠকে মদ নিষিদ্ধ করার নির্দেশও সংগঠনের তরফে দেওয়া হয়েছে।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *