National

তুষারঝড়ে কাশ্মীরে নিখোঁজ ৫ ভারতীয় সেনা

প্রবল তুষারঝড়ের কবলে পড়ে কাশ্মীরের বান্দিপোরা ও নওগাঁওতে কর্মরত অবস্থায় নিখোঁজ হয়ে গেলেন ৫ ভারতীয় জওয়ান। মঙ্গলবার সকালে ভারতের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গুরেজ সেক্টরের কাছে কর্তব্যরত ছিলেন জওয়ানরা। আচমকাই তুষারঝড়ে দিশেহারা হয়ে পড়েন তাঁরা। তারপর থেকে ৫ জনের কোনও খোঁজ নেই। তাঁদের দ্রুত উদ্ধার করতে এদিন সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করে উদ্ধারকারী দল। তবে খারাপ আবহাওয়া ও ক্রমাগত তুষারপাতের দরুন উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।

চলতি বছরে শীতের মরশুমের শুরু থেকে তুষারশুভ্র বরফে ঢাকা পড়েছে কাশ্মীর উপত্যকা। ২০১৭-র জানুয়ারিতে বান্দিপোরা সেনা ক্যাম্প একইভাবে তুষার ঝড়ের কবলে পড়েছিল। তাতে প্রাণ হারান ১০ জন ভারতীয় সেনা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button