National

লস্কর হামলায় মৃত ৮ জওয়ান

জঙ্গি হামলায় প্রাণ গেল ৮ সিআরপিএফ জওয়ানের। শনিবার ঘটনাটি ঘটেছে কাশ্মীরের পুলওয়ামার পাম্পোরে। পাম্পোরের ফেস্টবল এলাকায় সিআরপিএফ জওয়ানদের নিয়ে যাওয়ার সময় একটি বাসে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ফায়ারিং রেঞ্জ থেকে অনুশীলন সেরে ওই বাসে ফিরছিলেন জওয়ানরা। আচমকা গুলি বর্ষণে প্রাথমিকভাবে অনেকেই গুলিবিদ্ধ হন। পরে পাল্টা গুলি চালায় সিআরপিএফ। গুলিতে ২ জঙ্গি প্রাণ হারায়। বাকিরা পালিয়ে যায়। লস্কর-ই-তৈবা এদিনের হামলার দায় স্বীকার করেছে। সীমানা পেরিয়ে পাকিস্তান থেকেই নাশকতার উদ্দেশ্যে এই লস্কর জঙ্গিরা ভারতে ঢুকেছে বলে মনে করছে ভারতীয় সেনা।

জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এদিনের হামলাকে কড়া ভাষায় নিন্দা করেছেন। তিনি বলেন এই হামলা উপত্যকার সাধারণ মানুষের জীবনযাপন ও রাজ্যে শান্তির পরিস্থিতি তৈরির রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টির উদ্দেশ্যেই করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ট্যুইটার বার্তায় জানান এদিনের হামলার ঘটনায় তিনি মর্মাহত। হামলায় শহিদ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। নিহতদের পরিবারবর্গকেও সমবেদনা জানান। আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button