National

বিএসএফ থেকে চাকরি গেল তেজ বাহাদুরের

সীমান্তে প্রহরারত জওয়ানদের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে খাবারের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেশ জুড়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন বিএসএফ কনস্টেবল তেজ বাহাদুর যাদব। ফলে একটি তদন্ত কমিটি বসায় বিএসএফ। সেই কমিটি এদিন তদন্তের পর জানায় খাবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড বিএসএফের ভাবমূর্তি নষ্ট করেছে। তারপরই তেজ বাহাদুর যাদবকে চাকরি থেকে বরখাস্ত করে বিএসএফ। তেজ বাহাদুরের অভিযোগ ছিল তাঁদের দিনের পর দিন যে খাবার দেওয়া হয় তা নিকৃষ্টমানের। এমনকি সেনার উচ্চপদস্থ আধিকারিকরা সীমান্তে প্রহরারত জওয়ানদের জন্য পাঠানো রেশনের অনেককিছু বাইরে বিক্রি করেন বলেও অভিযোগ করেন তেজ বাহাদুর। পাশাপাশি জানিয়ে দেন তাঁর ছবি আপলোডের পর তাঁর বিরুদ্ধে যে কোনও পদক্ষেপ করতে পারে সেনা। তিনি তার জন্য প্রস্তুত। এরপর অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে বিএসএফ। মাঝে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে তেজ বাহাদুরের আবেদনও নাকচ করে দেয় বিএসএফ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *