
সেনা অস্ত্রাগারে আগুন লেগে মৃত্যু হল ১৮ জন সেনা জওয়ান ও দুই সেনা আধিকারিকের। ১৯ জন গুরুতর আহত। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ওয়ার্ধার পুলগাঁও অস্ত্রাগারে। রাত ২টো নাগাদ আচমকাই অস্ত্রাগারে আগুন লেগে যায়। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন পুরো ডিপোয় ছড়িয়ে পড়ে। অস্ত্র মজুত থাকায় পরপর বিস্ফোরণ হয়। ফলে আগুন হুহু করে ছড়িয়ে পড়ে। এখানেই বিভিন্ন ক্ষেপণাস্ত্র মজুত থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই আশপাশের ৫টি গ্রাম খালি করে দেওয়া হয়। শুরু হয় গোটা এলাকা ঘিরে আগুন নেভানোর কাজ। রাতেই আহত সেনাদের হেলিকপ্টারে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলগাঁওয়ের এই ডিপোই ভারতের সবচেয়ে বড় অস্ত্রাগার। বিভিন্ন ফ্যাক্টরিতে নানা রকম যুদ্ধাস্ত্র তৈরি হওয়ার পর সেগুলি প্রথমে এখানেই এনে জমা করা হয়। তারপর তা দেশের বিভিন্ন কোণায় প্রয়োজনমত ছড়িয়ে দেওয়া হয়। ফলে গোটা এলাকাই কড়া নিরাপত্তা বেষ্টনীর ঘেরাটোপে থাকে। এখানে নিরাপত্তা এতটাই জোরদার যে বিনা অনুমতিতে মাছি গলার উপায় নেই। তেমন একটি অস্ত্রাগারে কিভাবে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।













