National

ভারতের অস্ত্রভান্ডারে মোক্ষম অস্ত্র, লক্ষ্যে নিখুঁত আঘাত

দেশের অস্ত্রভান্ডারে ফের এক নতুন অস্ত্র যোগ হতে চলেছে। যার নামেই অস্ত্র। যে অস্ত্র শত্রুপক্ষের বুকে ভয় ধরানোর জন্য যথেষ্ট।

দেশের সুরক্ষাকে নিশ্চিত করতে সব দেশই তার অস্ত্রভান্ডারকে মজবুত করে রাখার চেষ্টা করে। শত্রুপক্ষের আক্রমণ ঠেকাতে অস্ত্রভান্ডার শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রকও সেই লক্ষ্যে খামতি রাখছে না।

এবার দেশের অস্ত্রভান্ডারে এক নতুন অস্ত্র যোগ হতে চলেছে। যার ক্ষমতা, দক্ষতা ও সঠিক লক্ষ্যে আঘাত হানার মুন্সিয়ানা পরীক্ষা করে দেখল ডিআরডিও এবং ভারতীয় বায়ুসেনা। ওড়িশা উপকূলে এই অস্ত্রের পরীক্ষা হয়। যার নামই অস্ত্র।

অস্ত্র হল একটি বিশেষ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র। এটি আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। যা দৃশ্যমানতার বাইরে দিয়ে উড়ে যাবে। ১০০ কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্রটি সুখোই-৩০ যুদ্ধবিমান থেকে ছোঁড়া হয়। ২টি অস্ত্র ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

২ ধরনের পরিস্থিতিতে রাখা লক্ষ্যে আঘাত হানার জন্য প্রয়োগ করা হয় ২টি ক্ষেপণাস্ত্র। যাতে বোঝা যায় তা কতরকম অবস্থায় টার্গেটে নির্ভুল আঘাত হানতে তৈরি।

২টি ক্ষেপণাস্ত্রই তার স্থির করা লক্ষ্যে একেবারে লক্ষ্যভেদে সমর্থ হয়। কোনও ভুল হয়নি। ফলে তার পরীক্ষা সফল হয়েছে। দেশের প্রতিরক্ষায় এই অস্ত্র ক্ষেপণাস্ত্র যুক্ত হতে চলেছে অচিরেই।

এটি তৈরি করেছে ডিআরডিও। সঙ্গী থেকেছে অনেকগুলি প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি সংস্থা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অস্ত্র ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য ডিআরডিও এবং ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানিয়েছেন। সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *