National

বিশ্বের প্রথম ৫টি সামরিক শক্তি, ভারত কত নম্বরে

বিশ্বে এখন সবচেয়ে চর্চিত বিষয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ। বিশ্বে রাশিয়া প্রথম ৫টি সামরিক শক্তিধর দেশের একটি। ভারত কি রয়েছে এই তালিকায়?

বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশের তালিকায় সব দেশের নাগরিকই জানতে চান তাঁর দেশ কত নম্বরে অবস্থান করছে। দেখে নিতে চান যুদ্ধ পরিস্থিতিতে তাঁর দেশের সেনা শক্তি কতটা। সেই তালিকায় কিন্তু গর্ব করার মত অবস্থায় রয়েছে ভারত। বিশ্বের প্রথম ৫টি সামরিক শক্তিধর দেশের একটি দেশ ভারত।

এবার প্রশ্ন হল প্রথম ৫টি দেশের মধ্যে ভারত কি ৫ নম্বরে? নাকি তার চেয়ে আগে রয়েছে? একটি তালিকায় তা প্রকাশিত হয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার অ্যানুয়াল ডিফেন্স রিভিউ-র সাম্প্রতিকতম রিপোর্টে ভারত কিন্তু ১ ধাপ এগিয়েছে।

এই রিপোর্ট অনুসারে বিশ্বের ১ নম্বর সামরিক শক্তিধর দেশ আমেরিকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। তৃতীয় স্থানে রয়েছে চিন। চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।

এর আগের বারের রিপোর্টে কিন্তু ভারতের আগে ছিল জাপান। ভারত ছিল ৫ নম্বরে। কিন্তু এবার জাপানকে পিছনে ফেলে ভারত উঠে এসেছে চার নম্বরে।

ফলে আমেরিকা, রাশিয়া এবং চিনের পর সামরিক শক্তির দিক থেকে ভারতের স্থান চতুর্থ। বিশ্বের অনেক তাবড় দেশ ভারতের অনেক পিছনে রয়েছে এই তালিকায়।

এই তালিকা তৈরির সময় ৫০টির ওপর বিষয় নজরে রাখেন গ্লোবাল ফায়ার পাওয়ার অ্যানুয়াল ডিফেন্স রিভিউ-এর বিশ্লেষকরা। ভারতীয় সেনাবাহিনীতে এখন প্রায় ১৪ লক্ষ সক্রিয় সেনা রয়েছেন। এদিকে তালিকায় ৬ নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। ৭ নম্বরে ফ্রান্স।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *