National

ডাক পড়লে এখনও যুদ্ধে যাব, বললেন প্রাক্তন সেনাকর্মীরা

ডাক পড়লে এখনও দেশের জন্য যুদ্ধে যেতে প্রস্তুত তাঁরা। জানিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় সেনাদের অনেকে।

লেহ : একসময়ে পাকিস্তান হোক বা চিন, সীমান্তে দেশের হয়ে সবসময় রুখে দাঁড়িয়েছেন তাঁরা। দেশকে রক্ষা করতে লড়েছেন। এখন তাঁরা আর ভারতীয় সেনায় নেই। অবসরের পর তাঁরা এখন প্রাক্তন সেনাকর্মী। তাই যে কোনও লড়াইয়ের পরিস্থিতি তৈরি হলে তাঁদের এখন আর ফ্রন্টে যাওয়ার দরকার নেই। কিন্তু দেশকে রক্ষা করার তাগিদটা তাঁদের এতটুকুও মরেনি। ভারত ও চিনের মধ্যে তৈরি হওয়া উদ্বেগের পরিবেশে এবার এগিয়ে এলেন তাঁরা।

প্রাক্তন সেনাকর্মীদের মধ্যে এঁরা অনেকে কার্গিল লড়াই লড়েছেন। তাঁরা খোলাখুলি জানিয়েছেন, হতে পারে তাঁরা প্রাক্তন। কিন্তু এখনও ডাক পড়লেই তাঁরা ফের যুদ্ধক্ষেত্রে ফিরতে রাজি। দেশের জন্য লড়তে রাজি। গালওয়ানে দেশের ২০ জওয়ানের মৃত্যু তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না। গালওয়ান সহ লাদাখের অনেক জায়গায় ২২ বছর ধরে নিযুক্ত ছিলেন ভারতীয় সেনার হাবিলদার সেরিং অ্যাঙ্গদাস। তাঁর দাবি, চিন সবসময় ভারতের অংশের দিকে তাকিয়ে থাকে। কিন্তু ভারতীয় সেনা তাদের কখনও সেই লক্ষ্য পূরণ হতে দেয়নি।

ভারত-চিন চুক্তি অনুযায়ী সীমান্তে কোনও টক্কর হলে সেখানে ভারত বা চিন সেনা কেউ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেনা। প্রাক্তন সেনাকর্মীরা পাল্টা দাবি করেছেন, যদি তাঁদের জওয়ানদের ওপর এমন ধরনের হামলা হয় তাহলে আগ্নেয়াস্ত্র তুলে নিতে দেওয়া হোক সেনাদের। যাতে তাঁরা নিজেদের রক্ষা করতে সমর্থ হন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *