National

সন্দেহজনক পাক আকাশযানকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নামাল ভারত

রাজস্থানের একটা অংশ পাকিস্তান সীমান্ত। ফলে সেখানে আগে থেকেই সতর্ক ছিল ভারতীয় বায়ুসেনা। সোমবার সকালে রাজস্থানের নাল সেক্টরে ভারত-পাক সীমান্তে পাকিস্তানের একটি মানবহীন আকাশযানকে উড়তে দেখা যায়। সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে দ্রুত সেটিকে আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নামায় ভারতের সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান। ভারতীয় সীমান্তে ঢুকে সেটি কী করছিল তা বোঝার চেষ্টা করছেন বায়ুসেনা আধিকারিকরা।

পুলওয়ামা হামলার পর ভারতের পাল্টা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ চড়ছে পারদ। সেই পারদেই ঘৃতাহুতি দিল পাকিস্তানের এই সন্দেহজনক আকাশযানের ঘোরাফেরা। সোমবার বায়ুসেনা প্রধান বিরেন্দর সিং ধানোয়া মেনেও নেন যে অপারেশন চলছে। তবে কীভাবে কী হচ্ছে তা বিস্তারিত জানাতে চাননি তিনি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সংবাদ সংস্থার পাওয়া সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় সেনাকে চূড়ান্ত তৎপর রাখা হয়েছে। যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রাখা হয়েছে। যে কোনও অবস্থার মোকাবিলার জন্য পুরোপুরি তৈরি রয়েছে ভারতীয় বায়ুসেনাও।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *