National

সেনাবাহিনীতে সমকামিতা মেনে নেওয়া হবে না, জানালেন সেনাপ্রধান

ভারতীয় সেনা একটা পরিবারের মত। এখানে সমকামিতা বা ব্যভিচার মেনে নেওয়া হবে না। কেউ এই আইন বা ওই আইনের কথা বলতেই পারে। সেনা আইনের উর্ধ্বেও নয়। কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রিত হয় সেনার আইনে। যা সমকামিতা বা ব্যভিচারকে মেনে নেয়না। এক সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এমনই জানিয়ে দিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সমকামিতা এ দেশে অপরাধ নয়। এখানে ৩৭৭ ধারা স্বীকৃতি পেয়েছে। তারপরও এদিন কিন্তু বিপিন রাওয়াত স্পষ্ট জানিয়ে দেন সেনাবাহিনীতে এসব মেনে নেওয়া হবে না।

সেনাপ্রধান এদিন বলেন, ভারতীয় সেনা এখনও রক্ষণশীল। তারা আধুনিকতা নয় এখনও রক্ষণশীলতায় বিশ্বাস করে। যখন ভারতে সেনা আইন তৈরি করা হয়েছিল তখন সমকামিতার মত বিষয় আসেনি। ফলে তা যুক্তও হয়নি আইনে। কিন্তু এমন কোনও কাজ সেনাবাহিনীতে মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট করে দেন সেনাপ্রধান। জানিয়ে দেন এমন কিছু দেখা গেলে প্রয়োজনে ব্যবস্থাও গ্রহণ করা হবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *