National
সীমান্তে মৃত ভারতীয় সেনা, তবে পাকিস্তানের গুলিতে নয়!

জম্মু কাশ্মীরের পুঞ্চের একদম লাইন অফ কন্ট্রোলে একটি ভারতীয় পোস্টে থাকা ১ ভারতীয় জওয়ানের মৃত্যু হল। আহত আরও ১ জওয়ান। সাধারণত এমন ঘটনা ঘটে পাকিস্তানের ছোঁড়া গুলিতে। কিন্তু এদিন ভোর ৪টেয় একেবারে ভারত-পাক সীমান্ত বরাবর যে ভারতীয় সেনার মৃত্যু হল তা পাকিস্তানের গুলিতে নয়। বরং পাহাড়ের গা বেয়ে নেমে আসা হিমবাহে। সেই হিমবাহ এসে আছড়ে পড়ে ভারতীয় পোস্টে।
খবর পেয়েই শুরু হয় উদ্ধারকাজ। বরফ সরিয়ে তার তলায় চাপা পড়া ২ সেনাকে বার করেন অন্য সেনারা। বার করার পর দেখা যায় ল্যান্স নায়েক স্বপন মেহরার মৃত্যু হয়েছে। অপরজন গুরুতর আহত। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)