National

পাকিস্তান ন্যাশনাল ডে বয়কট করল ভারত

প্রতি বছর ২৩ মার্চ পাকিস্তান ন্যাশনাল ডে পালিত হয়। পাকিস্তান সরকারের তরফে ভারতে তাদের দূতাবাসে যে অনুষ্ঠান হয় তাতে ভারত নিমন্ত্রিত থাকে। ভারত সরকারের তরফে সেই অনুষ্ঠানে যোগও দেওয়া হয়। কিন্তু এবার সেই অনুষ্ঠান বয়কট করল ভারত। এবার একদিন আগেই অর্থাৎ ২২ মার্চ পাকিস্তান ন্যাশনাল ডে পালিত হচ্ছে পাক দূতাবাসে। সেই অনুষ্ঠানে ভারত সরকারের কাছে যেমন নিমন্ত্রণ গিয়েছে তেমনই পাকিস্তানের তরফে নিমন্ত্রণ করা হয়েছে জম্মু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়তের নেতাদের। তাতেই আপত্তি তুলেছে ভারত।

পুলওয়ামা কাণ্ডের পর এমনিতেই ভারত-পাক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। পাকিস্তান ন্যাশনাল ডে-তে হুরিয়তকে নিমন্ত্রণ করে পাকিস্তান আরও একবার ভারতের নিজস্ব বিষয়ে অনধিকারচর্চার চেষ্টা করল বলে মনে করছে ভারত সরকার। যা তাদের নতুন করে ক্ষুব্ধ করেছে। ফলে এই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পুলওয়ামা কাণ্ডের পর ২ দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সীমান্তে গোলাগুলির লড়াই বেড়েছে। বিশ্বজুড়ে পাকিস্তানের ওপর তাদের দেশ থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এই অবস্থায় ভারত পাকিস্তান ন্যাশনাল ডে অনুষ্ঠান বয়কট করায় তাদের ওপর আরও চাপ বাড়ল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *