World

ভারত ছাড়াও বিশ্বের ৫টি দেশের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট

ভারত ছাড়াও বিশ্বে এমন ৫টি দেশ রয়েছে, যাদের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট। ফলে রবিবার শুধু ভারতেই নয়, সেই ৫টি দেশও মেতে উঠবে স্বাধীনতা দিবসের উৎসবে।

১৯৪৭ সালের ১৫ অগাস্ট ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীন হয়। তারপর কেটে গেছে ৭৫টা বছর। রবিবার ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্ণ হচ্ছে। যাকে বলা হয় প্ল্যাটিনাম জুবিলি।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন। স্বাধীনতা দিবসের আনন্দে এবার নতুন মাত্রা যোগ করেছে ৭৫ বছর পূর্তি। ফলে রবিবার গোটা দেশ মেতে থাকবে আনন্দে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কিন্তু শুধু ভারত বলেই নয়, বিশ্বে এমন ৫টি আরও দেশ রয়েছে যেখানকার মানুষ ১৫ অগাস্ট মেতে ওঠেন স্বাধীনতা দিবসের আনন্দে। কারণ তাঁদের দেশও স্বাধীন হয়েছিল ১৫ অগাস্টের দিনটাতেই।

ভারত ছাড়াও যে ৫টি দেশ ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে তাদের মধ্যে রয়েছে বাহরাইন। ভারতের মত বাহরাইনেও ছিল ব্রিটিশ শাসন। ১৯৭১ সালের ১৫ অগাস্ট ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পায় বাহরাইন।

১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া। ২টি দেশেই পালিত হয় স্বাধীনতা দিবস। থাকে ছুটি।

১৯৪৫ সালে জাপানের দখলদারি থেকে মুক্তি পায় অবিভক্ত কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করার পর ১৫ অগাস্ট মুক্তি পায় কোরিয়া।

১৯৪৮ সালে কোরিয়া ২ ভাগে ভাগ হয়ে যায়। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সমর্থনে উত্তর কোরিয়া ও আমেরিকার সমর্থনে দক্ষিণ কোরিয়া আলাদা হয়ে যায়। তারপর থেকে ২ দেশেই ১৫ অগাস্ট পালিত হচ্ছে ন্যাশনাল লিবারেশন ডে বা স্বাধীনতা দিবস।

১৫ অগাস্ট দিনটায় স্বাধীনতা পায় ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ দ্যা কঙ্গো। ফরাসি উপনিবেশ ছিল কঙ্গো। ১৯৬০ সালের ১৫ অগাস্ট ফরাসিদের হাত থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে মধ্য আফ্রিকার এই দেশ।

এছাড়া ১৫ অগাস্ট দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করে বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ লিশটেনস্টাইন। মধ্য ইউরোপের এই ছোট্ট দেশটি ১৮৬৬ সালে জার্মান শাসন থেকে স্বাধীনতা পায়। তারপর কেটে যায় অনেকগুলো বছর।

১৯৪০ সালে লিশটেনস্টাইন সরকার ঘোষণা করে ১৫ অগাস্ট দিনটিকে পালন করা হবে দেশের স্বাধীনতা দিবস হিসাবে। তারপর থেকে সেখানে ১৫ অগাস্ট দিনটিতে স্বাধীনতা দিবস পালন হয়ে আসছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *