World

মাটির তলায় বসে যাচ্ছে স্বামীজির স্মৃতিধন্য শহর

পাতাল প্রবেশ হচ্ছে এক শহরের। বিজ্ঞানীরা তাই বলছেন। এমন এক শহর যা বিশ্বখ্যাত তো বটেই, তারসঙ্গে স্বামী বিবেকানন্দের স্মৃতিধন্যও বটে।

শহরটা বসে যাচ্ছে। যা তাঁরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার নির্মিত ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে পরিস্কার হয়েছেন। কিন্তু কেন বসে যাচ্ছে?

এ শহর আকাশচুম্বী অট্টালিকায় পরিপূর্ণ। এদিকে ১৯৫১ সালে এ শহরের মাটির তলা দিয়ে যাতায়াতের ব্যবস্থা হয়। সেই সময় টানেল তৈরি হয়। ১৯৫১ সালে সেই সময় বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এ শহরের মাটির তলার উষ্ণতা বাড়ছে। যা এখনও বেড়ে চলেছে। আর এই উষ্ণতার কারণে মাটি আলাদা হচ্ছে। যার জেরে বসে যাচ্ছে শহর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বাড়িগুলি আকাশচুম্বী হওয়ায় তারও ভার একটা বাড়তি প্রভাব ফেলছে। তবে বিজ্ঞানীরা এটাও জানিয়েছেন এই পাতাল প্রবেশ এতটাই ধীরে হচ্ছে যে খালি চোখে শহরের মানুষ কিছু বুঝতেও পারবেন না।

কিছুদিন আগে বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে নিউ ইয়র্ক শহরটা সমুদ্রের জলস্ফীতির কারণে ক্রমে নিচের দিকে বসে যাবে। এবার তাঁরা জানালেন আমেরিকার শিকাগো শহরটাও বসে যাচ্ছে। তবে তা হচ্ছে মাটির তলার উষ্ণতা বৃদ্ধির জন্য।

প্রসঙ্গত শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজির বক্তৃতা দুনিয়াকে মোহিত করেছিল। সেই শিকাগো শহর মাটির তলায় বসে যাচ্ছে। যা বিজ্ঞানীরা টের পেয়েছেন। তবে এই নিম্নগমন হচ্ছে মিলিমিটারে।

হয়তো এখন শিকাগো শহরের মানুষের পক্ষে এই পাতাল প্রবেশের আন্দাজ পাওয়া মুশকিল। কিন্তু এমনটা চলতে থাকলে একটা সময় আসবে যখন তা চিন্তার কারণ হতে পারে। এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *