Lifestyle

নিমেষে বিক্রি হয়ে গেল আলুভাজার গন্ধের পারফিউম

বিভিন্ন অনুষ্ঠানে সেজে গুজে একটু পারফিউম না মাখলে চলে না। সেই পারফিউমের গন্ধ আলুভাজার গন্ধে ভরা। এমন এক অভিনব পারফিউম বিক্রি হয়ে গেল নিমেষে।

বিয়েবাড়ি হোক বা কোনও অন্য অনুষ্ঠান বা কোনও মিলন উৎসব। সকলেই একটু সেজে গুজেই হাজির হন। সেই সাজ অসম্পূর্ণ থেকে যায় শরীর থেকে বার হওয়া সুগন্ধির সুবাস না থাকলে। ফলে ভরসা পারফিউম। যা ওই অনুষ্ঠানের দিনগুলোয় সাধারণত মানুষ মেখে থাকেন।

তার নানা মিষ্টি মন ভাল করা গন্ধ হয়। কিন্তু পারফিউমের গন্ধ ফ্রেঞ্চ ফ্রাই বা সহজ বাংলায় এক ধরনের আলুভাজার মতও হতে পারে এটা কেউ ভেবে দেখেছেন কি!

হয়তো এতটা অভিনবত্ব মাথায় আসেনি তেমন কারও। এবার কিন্তু সেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের গন্ধের পারফিউম বাজারে এল। বিক্রিও হয়ে গেল। তাও আবার হট কেকের মত।

মার্কিন মুলুকের আইডাহো রাজ্যের আইডাহো পটেটো কমিশন হল সেখানকার আলু উৎপাদনকারীদের অন্যতম সংগঠন। তারা খুব সীমিত সংখ্যক এক পারফিউম বাজারে আনে। সবটাই বিক্রি হয় অনলাইনে।

পারফিউমের বিশেষত্ব হল তার গন্ধ। ফ্রেঞ্চ ফ্রাই আলুভাজার গন্ধে ভরা এই পারফিউম সকলের এতটাই পছন্দ হয় যে কয়েক ঘণ্টার মধ্যে তাদের সব স্টক শেষ হয়ে যায়।

এমন এক অদ্ভুত গন্ধের পারফিউম মাথায় এল কীভাবে আইডাহো পটেটো কমিশনের? সংগঠনের তরফে জানানো হয়েছে, মার্কিন মুলুকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের দারুণ কদর। ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করেন না এমন মানুষ কম আছেন। এর গন্ধই মানুষকে পাগল করে দেয়।

সেকথা মাথায় রেখেই তারা সবে যাওয়া ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এক নতুন গন্ধের পারফিউম তৈরি করে। যার গন্ধ হয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের মত। গায়ে মাখলে গা থেকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের গন্ধ বার হবে। যা দারুণ পছন্দ করেছেন মানুষজন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button