Entertainment

হঠাৎ কিসের জন্য এত উতলা হুমা কুরেশি

উত্তেজনায় ফুটছেন তিনি। আর তর সইছে না তাঁর। অপেক্ষা করতে আর মন চাইছেনা। বলিউড সুন্দরী হুমা কুরেশি এবার সুযোগ পেয়েছেন মার্কিন পরিচালক জ্যাক সিডার্সের সিনেমা ‘আর্মি অফ দ্যা ডেড’-এ অভিনয়ের। তার শ্যুটিং শুরু হতে চলেছে। অভিনেত্রী হিসাবে এই সিনেমায় অংশ নিতে পেরে শ্যুটিংয়ের জন্য আর তর সইছে তা হুমার।

হুমা জানিয়েছেন তিনি জ্যাকের একজন বড় ভক্ত। তাঁর সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে তিনি আপ্লুত। তাঁর আর তর সইছে না। শ্যুটিং শুরুর অপেক্ষায় রয়েছেন তিনি। জ্যাক সিডার্স এমন একজন পরিচালক যিনি বিখ্যাতই জোম্বি সিনেমা তৈরির জন্য। এই সিনেমাটিও জোম্বিদের নিয়েই। আমেরিকার লাস ভেগাসে জোম্বি কাণ্ডকারখানা নিয়েই তৈরি হচ্ছে এই সিনেমা।

আর্মি অফ দ্যা ডেড সিনেমায় জোম্বি ঠেকাতে তৈরি হবে ভাড়াটে সৈনিক দিয়ে একটি দল। এদের দিয়েই জোম্বিমুক্ত করা হবে শহরকে। সেই দলেরই একজন সদস্য হিসাবে থাকছেন হুমা কুরেশি। ইলা পারনেল, আনা দে লা রিগুয়েরা, থিও রোসি-র সঙ্গে থাকছেন হুমা। প্রসঙ্গত জ্যাকের প্রথম সিনেমা ‘ডন অফ দ্যা ডেড’ ছিল জোম্বিদের নিয়েই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button