World

যে কোনও সময় ফাটত, নিষ্ক্রিয় করা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

যে কোনও সময় ফাটতে পারত। কার্যত ঝুঁকি নিয়েই নিষ্ক্রিয় করা হল একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা।

হংকং : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমন অনেক অতিকায় বোমাই আকাশ থেকে ফেলা হয়েছিল যা মাটিতে পড়ার পর ফাটেনি। তা ক্রমশ হারিয়ে গেছে ঝোপ জঙ্গল বা মাটির আস্তরণের পিছনে। তারপর বহু বছর পরে এখনও সেসব না ফাটা বোমার খোঁজ মেলে। তেমনই একটি ৪৫ কেজি ওজনের বোমার হদিশ পাওয়া গেল। একটি নির্মীয়মাণ বাড়ি তৈরির সময় মাটি খুঁড়তে যেতেই বোমাটি বেরিয়ে পড়ে।

বোমাটির অবস্থা খুবই খারাপ ছিল। অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি যে কোনও সময় ফাটতেও পারত। বোমাটি নিষ্ক্রিয় করতে হাজির হন বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা। তাঁরা দেখে বুঝতে পারেন এ বোমাকে নিষ্ক্রিয় করা মুখের কথা নয়। যে কোনও সময় ফেটে যেতে পারে বোমাটি। তাই প্রথমেই আশপাশ থেকে ২ হাজার ৩০০ বাসিন্দাকে সরিয়ে নিয়ে যায় প্রশাসন। তারপর চরম সতর্কতায় শুরু হয় বোমাটি নিষ্ক্রিয় করার কাজ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দীর্ঘ সময়ের চেষ্টায় সফলভাবে বোমাটি নিষ্ক্রিয়ও করা হয়। তবে ওই জায়গা থেকে বার করে আনতে হিমসিম খেতে হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের। হংকং-য়ের কাউ তাক এমডিআর রেল স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। তাই ঝুঁকি না নিয়ে রেল চলাচলও বৃহস্পতিবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়। অবশ্য বোমা নিষ্ক্রিয় করার পর ফের শুক্রবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *