Entertainment

নায়িকার নাকছাবিতে নায়কের মৃত্যুও হতে পারত, কি ঘটেছিল জানালেন পরিচালক

তাঁর সিনেমার শ্যুটিং চলছিল। সেই সময় একটি প্রেমের দৃশ্যে অভিনয় করছিলেন নায়ক নায়িকা। তখন নাকছাবি দিয়ে নায়ককে প্রায় মেরেই ফেলছিলেন নায়িকা।

সিনেমার সেটে যে কত কিছুই ঘটে তার এক উদাহরণ এই ঘটনা। যা বিস্তারিতভাবে জানালেন ‘সাস, বহু অউর ফ্লেমিঙ্গো’-র পরিচালক হোমি আদাজানিয়া। বিখ্যাত এই পরিচালক যখন শ্যুটিং করছিলেন তখন ‘সাস, বহু অউর ফ্লেমিঙ্গো’-র অভিনেত্রী অঙ্গীরা ধর কাণ্ডটি ঘটান।

হোমি জানান, একটি প্রেমের দৃশ্যের শ্যুটিং হচ্ছিল। নায়কের হাতে হাতকড়া। সেই অবস্থায় অঙ্গীরা ও নায়কের একটি ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং চলছে।

এমন সময় হোমি একটি গোঙানির শব্দ পান। বুঝতে পারেন যে অভিনেতা কাট করতে বলছেন। দ্রুত কাট করা হয়। তারপর দেখা যায় অভিনেতার দমবন্ধ হওয়ার জোগাড় হয়েছে। এই অবস্থায় হঠাৎ মেঝেতে ছিটকে পড়ে একটি নাকছাবি।

নাকছাবিটি কাশ্মীরের মেয়ে অঙ্গীরা ধরের নাকে ছিল। প্রেমের দৃশ্যে অভিনয়ের সময় তা খুলে কোনওভাবে নায়কের মুখের মধ্যে চলে যায়। শিল্পের প্রয়োজনে হাতে হাতকড়া লাগানো।

সেই অবস্থায় নাকছাবিটি গিয়ে আটকে যায় নায়কের গলায়। ফলে গলা দিয়ে কথাও বার হচ্ছিল না। দম বন্ধ হয়ে আসছিল। পরে তা ছিটকে বেরিয়ে না এলে ওই অভিনেতার মৃত্যুও হতে পারত।

যদিও এটা পরিস্কার যে বিষয়টি অনিচ্ছাকৃত। কিন্তু বড় কোনও অঘটন ঘটে গেলেও যেতে পারত। অঙ্গীরা নাকি এমন প্ৰথমবার নন, আগেও শ্যুটিংয়ে অন্যদের আঘাত পাওয়ার কারণ হয়েছেন। প্রসঙ্গত ‘সাস, বহু অউর ফ্লেমিঙ্গো’-তে রয়েছে ডিম্পল কাপাডিয়াও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button