সারা দেশের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র ব্রজভূমিতেও পরম্পরা মেনে পালিত হল হোলি। হোলির রঙে গোটা বৃন্দাবন এদিন রঙিন হয়ে ওঠে। শুধু স্থানীয় মানুষজনই নয়, বৃন্দাবনের হোলি দেখতে দেশ, বিদেশ থেকে পর্যটক ভিড় জমান এখানে। রঙ আবিরের ফোয়ারার সঙ্গে খেলা হয় ফুলের হোলিও যার পোশাকি নাম ফুল দোল। গোলাপ, গাঁদার পাপড়িতে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে। সঙ্গে চলে রীতি মেনে পূজা অর্চনা। কৃষ্ণের গ্রাম নন্দগাঁও ও রাধার গ্রাম বরসানাতেও পালিত হয় হোলি। রীতি মেনে এদিন নন্দগাঁও থেকে পুরুষরা হাজির হন রাধার গ্রাম বরসানার মেয়েদের সঙ্গে হোলি খেলতে। বরসানায় ঢোকার অপেক্ষা। প্রথমে হলুদ রঙ দিয়ে তাদের রঙিন করে দেন বারসানার মহিলারা। তারপর শুরু হয় লাঠি পেটা। নন্দগাঁওয়ের পুরুষরাও আগে থেকে তৈরি। লাঠিপেটা থেকে বাঁচতে মাথায় ঢাল ধরে বসে পড়লেন তাঁরা। না, সত্যিই লাঠিপেটা নয়, হোলির দিনের এই রীতির নাম লাঠমার হোলি। বারসানা ও নন্দগাঁওয়ের মধ্যে এই হোলি আপাতত একটা মিথে পরিণত হয়েছে। তাই লাঠমার হোলির জন্য উদ্যোগ শুরু হয়ে যায় কয়েকদিন আগে থেকেই। লাঠমার হোলিতে অংশ নেওয়াকে এই দুই এলাকার মানুষ ভাগ্যের ব্যাপার বলে মনে করেন। এমনই ছোট ছোট পরম্পরা আর চুটিয়ে রঙের উৎসবে এদিন দিনভরই ব্রজভূমির আকাশ ছিল রঙিন।
Read Next
National
November 8, 2024
ঢেঁড়স পাড়তে সিঁড়ি বেয়ে চড়তে হচ্ছে, দেশেই হল এমন কাণ্ড
November 9, 2024
কোথা থেকে আসে, কোথায় যায়, পরিযায়ী পাখিদের গোপন কথা জানতে অভিনব বন্দোবস্ত
November 9, 2024
জলের তলায় মাছেরা কি করছে, কোথায় রয়েছে মাছের ঝাঁক, মাছ ধরায় খুলল দিগন্ত
November 8, 2024
ভারতে ডোনাল্ড ট্রাম্পের মন্দিরে ঘটা করে হল পুজো, ফুল মালায় সাজল মূর্তি
November 8, 2024
ঢেঁড়স পাড়তে সিঁড়ি বেয়ে চড়তে হচ্ছে, দেশেই হল এমন কাণ্ড
Related Articles
Leave a Reply