Health

টিবি রোগীদের দীর্ঘদিন ধরে ভোগার দিন শেষ, আশার আলো দেখালেন গবেষকেরা

টিবি বা টিউবারকিউলোসিস রোগে আক্রান্তদের চিকিৎসা সময়সাপেক্ষ। ৬ থেকে ৯ নাস লেগে যায় চিকিৎসায়। তবে সেই দীর্ঘদিনের চিকিৎসার দিন এবার শেষ।

টিউবারকিউলোসিস বা টিবি রোগে কেউ আক্রান্ত, এটা ধরা পড়ার পর তাঁকে একটা লম্বা চিকিৎসার মধ্যে থাকতে হয়। এই চিকিৎসা কমপক্ষে ৬ থেকে ৯ মাস ধরে চলে। তবে গিয়ে টিবি রোগ থেকে মুক্তি পান তিনি।

কিন্তু এই দীর্ঘকালীন চিকিৎসার ধকল আর নিতে হবেনা রোগীদের। লখনউয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটি-র গবেষকেরা জানিয়েছেন, ওই অতদিন ধরে চিকিৎসার দিন শেষ।

টিবির চিকিৎসায় এসে পড়েছে নতুন ওষুধ। যা চিকিৎসার সময় অনেকটাই কমিয়ে দেবে। কতটা কমাবে তাও জানিয়ে দিয়েছেন তাঁরা।

টিবি রোগীদের এখন ৬ থেকে ৯ মাস লেগে যায় সুস্থ হতে। সেটা এই নতুন ওষুধ ও চিকিৎসায় কমে হয়ে যাবে ৩ থেকে ৪ মাস। নতুন ওষুধের ট্রায়াল বা পরীক্ষামূলক ফল খুবই ফলপ্রসূ হয়েছে।

তাই আগামী দিনে টিবি রোগের চিকিৎসায় যুগান্ত আসতে চলেছে বলেই মনে করছেন গবেষকেরা। সেই সঙ্গে তাঁরা এটাও জানিয়েছেন, যে পরিবারে কেউ টিবি রোগে আক্রান্ত হয়েছেন সেই পরিবারের ৫ বছরের কম বা ৬৫ বছরের বেশি বয়সীদের যাতে টিবি না হয় সেজন্য বিশেষ ওষুধ চালু করা যাবে।

তবে তা তখনই দেওয়া যাবে যখন চিকিৎসকেরা নির্দেশ দেবেন। ফলে টিবি রোগের ক্ষেত্রে কার্যত লখনউয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটি-র গবেষকেরা নতুন আশার আলো দেখালেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *