Health

মাছে ফর্মালিন থাকলে ক্যানসার হয়না, দাবি ক্যানসার সোসাইটির


মাছ তাজা রাখতে ফর্মালিনের ব্যবহারকে কেন্দ্র করে কিছুদিন আগেও মৎস্যভোজী বঙ্গে হৈচৈ হয়ে গেছে। এখন একই সমস্যা পেয়ে বসেছে গোয়ায়। গোয়ায় বিভিন্ন মাছে ফর্মালিনের ব্যবহার নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। ফর্মালিন‌যুক্ত মাছ ক্যানসারের সম্ভাবনা বৃদ্ধি করছে বলেও মনে করছেন আমজনতা। আর ঠিক এই আতঙ্কের পরিস্থিতিতে মাছে ফর্মালিন নিয়ে সকলকে আশ্বস্ত করল খোদ গোয়া ক্যানসার সোসাইটি।


সোসাইটির তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, মাছে ফর্মালিন থাকলে আর সেই মাছ খেলে ক্যানসারের ভয় থাকেনা। কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের গাইডলাইনে জানিয়ে দিয়েছে ফর্মালিন পেটে গেলে ক্যানসার হয়না। অন্তত এমনই দাবি করেছেন সোসাইটির যুগ্ম সম্পাদক শেখর সালকর। বরং না ধোয়া ফল বা সবজি খাওয়া তার চেয়ে অনেক বেশি ভয়ংকর বলে চিহ্নিত করেছেন তিনি।


শেখর সালকর আরও জানিয়েছেন, খেলে নয় বরং যাঁরা ফর্মালিন নিয়ে কাজ করেন, যেমন নার্স, ডাক্তার, রং সংস্থার কর্মী, নিঃশ্বাসের সঙ্গে এঁদের দেহে ফর্মালিন প্রবেশ করলে তা বরং এক ধরণের ক্যানসারের জন্ম দেয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *