Health

আচমকা হৃদরোগে মৃত্যুর নতুন কারণের হদিশ দিলেন গবেষকেরা

সব ঠিক ছিল। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। এমন খবর শোনা যায়। কিন্তু কেন এমনটা হয় তার একটি নতুন কারণ সম্বন্ধে জানালেন গবেষকেরা।

আচমকাই বুকে ব্যথা। হাসপাতালে নিয়ে যেতে যেতে মৃত্যু। অথবা হাসপাতালে পৌঁছে মৃত্যু। এমন খবর অনেক সময় কানে আসে। চেনা পরিচিতের ক্ষেত্রেই হোক বা খবরের কাগজে। এমন খবর কিন্তু নাড়া দিয়ে যায় মানুষকে।

অনেকেই মনে করেন এমনটা তাঁর বা তাঁর পরিজনের সঙ্গে হলে কি হবে! এমন আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পিছনে কারণটা কি? এপ্রশ্ন অনেকের।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

কারণ জানা গেলে তা রোখার ব্যবস্থাও সহজ হয়। লুন্দ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এবার এমনটা হওয়ার একটি নতুন কারণ সামনে আনলেন।

গবেষকদের মতে, বিশ্বে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় সবচেয়ে বড় সমস্যা হল এমনটা হওয়ার আগে কোনও ইঙ্গিত পাওয়া যায়না। সবটাই আচমকা হয়। ফলে মৃত্যু আটকানো মুশকিল হয়।

২৮ হাজার ৫৮৪ জন মধ্যবয়সী মানুষকে পর্যবেক্ষণে রেখে গবেষণা চালান গবেষকেরা। তাঁরা দেখেন যাঁদের ফুসফুস ঠিকঠাক কাজ করছে না তাঁদের মধ্যে এমন আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা বেশি হয়।

ফুসফুসের সমস্যা ২৩ শতাংশ বাড়িয়ে দেয় আচমকা হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা। গবেষকদের মতে, বিশাল জনসংখ্যায় কে এই আচমকা হৃদরোগে মারা যেতে পারেন তা বোঝা সম্ভব নয়। তবে ফুসফুসের স্বাস্থ্যের সঙ্গে হৃদযন্ত্রের স্বাস্থ্যের একটা যোগাযোগ যে রয়েছে তা জানতে পাওয়া গিয়েছে।

ফলে ফুসফুস সুস্থ না থাকা কিন্তু আচমকা হৃদরোগের আক্রান্ত হয়ে মৃত্যু সম্ভাবনার একটা ইঙ্গিত হতেই পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *