Health

দেশে ছাড়পত্র পেল চতুর্থ টিকা, প্রয়োগ জরুরি ভিত্তিতে

ভারতে আগেই ছাড়পত্র পেয়েছে কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং স্পুটনিক ভি। এবার এসে গেল চতুর্থ আরও একটি টিকা। যা আপাতত জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র পেল।

ভারতেই তৈরি কোভ্যাক্সিনের পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনা টিকা কোভিশিল্ড প্রথমেই ছাড়পত্র পেয়েছে।

ভারতে টিকাকরণের শুরু থেকেই এই ২টি টিকা ছাড়পত্র পেয়েছিল। পরে এই তালিকায় যুক্ত হয় রাশিয়ার তৈরি স্পুটনিক ভি। এবার সেই তালিকায় যুক্ত হল চতুর্থ একটি নাম।

সরকার এবার মডার্নার টিকাকে মান্যতা দিল ভারতে প্রয়োগের ব্যাপারে। আপাতত তা জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ভারতে মডার্নার টিকা মার্কিন মুলুক থেকে আনার অনুমতি পেয়েছে সিপলা সংস্থা। এটিই হল ভারতে প্রয়োগ হতে চলা প্রথম মেসেঞ্জার আরএনএ টিকা বা এমআরএনএ টিকা।

এটিকে কোনও ট্রায়াল ছাড়াই দেশে প্রয়োগে অনুমতি দেওয়া হল। এটি নিয়ে আসার নিয়ম হল মাইনাস ১৫ ডিগ্রি থেকে মাইনাস ২০ ডিগ্রিতে রেখে।

তবে সরকার এটাও পরিস্কার করেছে যে এই টিকার ভায়াল যদি খোলা না হয় তাহলে ১ মাস পর্যন্ত তা ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় রেখে দেওয়া যাবে। যা এখন কোভ্যাক্সিন বা কোভিশিল্ড রাখা যাচ্ছে। ভারতের জন্য এই রাখার নিয়ম কিন্তু অত্যন্ত গুরুত্বের দাবি রাখে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্নার পাশাপাশি ফাইজার সংস্থার টিকাও ভারতে ঢোকার অপেক্ষায় বলে শোনা যাচ্ছে। ফাইজারও এমআরএনএ গোত্রের টিকা।

ভারতে চতুর্থ টিকা হিসাবে মডার্নার প্রবেশ কিন্তু দেশে টিকার অপ্রতুলতা কিছুটা কমাবে। তবে তার জন্য মডার্নার সার্বিক ব্যবহারে ছাড়পত্র দরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More