Health

ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম পর্যায়ে পাশ করল ম্যালেরিয়ার টিকা

মাতৃত্বকালীন ম্যালেরিয়া সারা বিশ্ব জুড়েই এক বড় চিন্তার কারণ। যা একাধারে মা ও শিশুর জন্য ভয়ংকর হয়। এই সমস্যা দূর করতে দীর্ঘ দিন ধরেই গবেষণা চলছিল। সেই গবেষণায় একটি টিকা আবিষ্কার হয়। দাবি করা হয় ওই টিকা মাতৃত্বকালীন ম্যালেরিয়া রোধ করতে অব্যর্থ।

সেই দাবি সত্যি কিনা এবং তা সত্যিই বাজারে আম জনতার ব্যাবহারের জন্য আনা যায় কিনা তা জানতে শুরু হয় তার ক্লিনিক্যাল ট্রায়াল। সেই পরীক্ষার প্রথম পর্যায় সাফল্যের সঙ্গে উতরে গেল এই টিকা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের শেষে দেখা গেছে এই টিকা সম্পূর্ণ সুরক্ষিত। যা দেখে ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বেজায় খুশি। তাঁদের তরফে জানানো হয়, রক্তে ঠিক যতটা অ্যান্টিবডির প্রভাব তৈরি হওয়া উচিত ঠিক ততটাই ওই টিকা প্রদানে তৈরি হচ্ছে।

দেখা গেছে সেটি সম্পূর্ণ সুরক্ষিতও। প্রসঙ্গত জার্মানির ৩৬ জনের ওপর ট্রায়াল করে এই টিকা তার প্রথম পর্যায় অতিক্রম করল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *