Health

৮৪ দিন না হলে দ্বিতীয় ডোজের বুকিং নেবে না কোউইন

৮৪ দিন হতেই হবে। কোউইনে একটি সংস্থার টিকার দ্বিতীয় ডোজের ক্ষেত্রে এই নয়া নিয়ম চালু হল। যাঁরা আগেই বুকিং করেছেন তাঁদের জন্যও রয়েছে প্রস্তাব।

কোউইন পোর্টালে টিকার জন্য বুকিং করে অনেকেই টিকা নিতে যাচ্ছেন। কেউ প্রথম ডোজের জন্য বুকিং করছেন, কেউ দ্বিতীয় ডোজের জন্য।

প্রথম ডোজের জন্য বুকিং নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু দ্বিতীয় ডোজের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনল সরকার। কোউইনে বুকিংয়ের ক্ষেত্রে এই পরিবর্তন এসেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সেখানে কোভ্যাক্সিনের বুকিং নিয়ে কোনও সমস্যা না হলেও কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের ক্ষেত্রে নিয়ম বদল হয়েছে। কোউইনে এখন কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের জন্য বুকিং করতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রথম ডোজের দিন থেকে কমপক্ষে ৮৪ দিনের ব্যবধান থাকতেই হবে। তবেই বুকিং হবে। নচেৎ নয়।

কোভিশিল্ডের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ প্রথম ডোজ নেওয়ার ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে নিতে পরামর্শ দিয়েছে সরকার। সেক্ষেত্রে কোউইনেও এবার তার ছাপ পড়ল।

১২ সপ্তাহ না হলে দ্বিতীয় ডোজের বুকিং হচ্ছেনা। চাইলেও কেউ দ্বিতীয় ডোজের বুকিং কোউইনে করতে পারবেন না।

এছাড়া যাঁরা সরাসরি দ্বিতীয় ডোজ নিতে হাজির হচ্ছেন তাঁদের ক্ষেত্রেও এই ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধানের বিষয়টি নজর রাখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দিয়েছে কেন্দ্র। যাতে তাঁরাও ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ডেজের কোভিশিল্ড নেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More