Health

জরুরি ভিত্তিতে ব্যাবহারে অনুমতি, ভারত পাচ্ছে তৃতীয় টিকা

ভারতবাসীর জন্য সুখবর। কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পর এবার জরুরি ভিত্তিতে ব্যবহারে দেশে অনুমোদন পেল তৃতীয় একটি টিকা। যা দেশে টিকার প্রয়োজন সামাল দিতে পারবে বলে আশা করা হচ্ছে।

ভারতে টিকাকরণ চলছে জোরকদমে। প্রধানমন্ত্রী টিকা উৎসবেরও ডাক দিয়েছিলেন। প্রথম দিকে মানুষের মধ্যে টিকা নেওয়া নিয়ে যে সংকোচ ছিল তাও অনেকটাই দূর হয়ে গেছে। এখন বরং সিংহভাগ ভারতবাসী টিকা নিতেই চাইছেন।

বরং টিকারই কিছুটা আকাল দেখা দিয়েছে। সব টিকাকরণ কেন্দ্রে সবসময় টিকা থাকছে না। ফলে ফিরে যেতে হচ্ছে ইচ্ছুক টিকা প্রার্থীদের।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এই অবস্থায় ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেল আরও একটি টিকা। এমনই জানাচ্ছে সংবাদ সংস্থা আইএএনএস।

রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভি-এর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল ভারতে করছিল ডক্টর রেড্ডিজ। এবার সেই স্পুটনিক ভি জরুরি ভিত্তিতে ব্যবহারে অনুমোদন পেল। আইসিএমআর এই অনুমোদন দিয়ে দিয়েছে। যা অবশ্যই দেশবাসীর জন্য ভাল খবর।

স্পুটনিক ভি টিকাটিও ২টি ডোজের। প্রথম ডোজ নেওয়ার পর ৩-৪ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ। রাশিয়ার তরফে দাবি করা হয়েছে স্পুটনিকের কার্যকারিতা ৯১ শতাংশ। যা বাস্তব হলে অবশ্যই তা সকলের উপকারে লাগবে।

তবে এই টিকা নিয়ে আরও কিছু তথ্য আগামী দিনে পাওয়া যাবে বলে মনে করছে আইসিএমআর। দেশে যেভাবে করোনা বাড়ছে তাতে টিকা যত আসবে ততই দেশবাসীর জন্য মঙ্গলের বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More