Health

বসন্তেও মিটবে না করোনা, প্রতিষেধক টিকা এলেও নয়, দাবি গবেষকদের

টিকা এসে গেলেই করোনা সমস্যা মিটে যাবে, এমনটা মনে করছেননা গবেষকরা। তাঁদের মতে, এই বসন্তেও মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেননা।

লন্ডন : টিকা আদৌ আসবে তো? এলে কবে? টিকা এলে মিটে যাবে তো এই করোনার অভিশাপ? এমন নানা প্রশ্ন মাথায় ঘুরছে সকলের। গবেষকরাও যে সকলে এক কথা বলছেন তেমনটা নয়।

এই মুহুর্তে সব মিলিয়ে প্রায় ২০০টি টিকা তৈরির ওপর কাজ চলছে বিভিন্ন দেশে। ব্রিটেনের একদল গবেষক মনে করছেন যদি ধরেও নেওয়া যায় যে একটি কার্যকরী টিকা এসেই গেল, তাহলেও কিন্তু তা হঠাৎ করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবেনা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

গবেষকদের মতে, এটা যদি ধরেও নেওয়া যায় যে একটি কার্যকরী টিকা এই বছরের শেষের মধ্যে চলে এল। বেশ কিছু মানুষের দেহে তা প্রয়োগও করা হল। তাতেও বসন্তের মধ্যেই যে স্বাভাবিক জনজীবন ফিরে আসবে এমনটা নয়। বরং তা আসতে ভাল সময় নেবে। ৬ মাস থেকে ১ বছরও লেগে যেতে পারে।

টিকা তৈরির ইতিহাস বলছে অনেক ক্ষেত্রেই টিকা সফল হয়না। যদিও বা হয় তাহলেও তা একসঙ্গে সকলকে দিয়ে দেওয়া যাবে না। উৎপাদনের গতির সঙ্গে সঙ্গে তা প্রয়োগ করা হবে বিভিন্ন মানুষের দেহে। এমন করে চলতে চলতে ১টা বছর লেগে যাবে। তারপর গিয়ে টিকাটি মোটামুটি সকলের দেহে প্রবেশ করবে।

সাধারণত অতিমারির ক্ষেত্রে টিকাকে প্রবল কাঙ্ক্ষিত বস্তু হিসাবে ধরা হয়। টিকা মানুষকে স্বাভাবিক জীবন ফেরত দিতে পারে। কিন্তু টিকা কার্যকরী হিসাবে প্রমাণ হওয়া মানেই যে বিশ্ব থেকে করোনা বিদায় নেবে তেমনটা যে নয় সেকথা পরিস্কার করার চেষ্টা করেছেন গবেষকরা।

আগাম বোঝানোর চেষ্টা করেছেন টিকা এসে গেছে মানেই ম্যাজিকের মত স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার স্বপ্ন দেখাটা ভুল হবে। ফলে আগামী মার্চেই যে স্বাভাবিক জীবন ফিরে আসবে এমনটা নয়। তারপরেও অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করা বাকি থাকবে।

তবে বিশেষজ্ঞেরা এটাও মেনে নিচ্ছেন যে অন্য টিকাকরণের চেয়ে করোনা প্রতিষেধক টিকা এলে তা প্রদান করার গতি ১০ গুণ বেশি হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *