Health

ভারতে তৈরি করোনা টিকার ট্রায়াল শুরু করছে এইমস

বিভিন্ন দেশের সঙ্গে ভারতও করোনার টিকা আবিষ্কারের সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইমসে ভারতের তৈরি টিকার হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে।

নয়াদিল্লি : ‘ভারত বায়োটেক’ এ দেশে একটি টিকা তৈরি করেছে। নাম দিয়েছে কোভ্যাক্সিন। সেই টিকা মানবদেহে সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখাই হিউম্যান ট্রায়াল। সেই হিউম্যান ট্রায়াল হয় ৩টি পর্যায়ে। তারই প্রথম পর্যায়ের ট্রায়াল দেশে শুরু হয়েছে ১৫ জুলাইয়ের পর থেকে। এইমসে এই ট্রায়াল শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে। যেখানে ১০০ জন স্বেচ্ছাসেবীর দেহে এই টিকার প্রথম পর্যায়ের কাজ শুরু হবে।

স্বেচ্ছাসেবীদের মধ্যে ১৮ থেকে ৫৫ বছর বয়সী বিভিন্ন বয়সের মানুষকে বেছে নেওয়া হয়েছে। এঁদের দেহে প্রয়োগ শুরু হবে। ৩৭৫ জন স্বেচ্ছাসেবীর মধ্যে থেকে ১০০ জনকে বেছে নিয়ে এই ট্রায়াল শুরু হচ্ছে। এঁদের দেহে টিকা দেওয়ার পর তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তাঁদের এরপর থেকে ফোনে খবর নেওয়া হবে। তাঁরা কেমন থাকছেন। কী শারীরিক সমস্যা হচ্ছে। সবই খুঁটিয়ে জানা চলবে। ১৫০ দিন ধরে এই কাজ চলবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, আমেরিকার মর্ডানার মত অনেকেই হিউম্যান ট্রায়াল শুরু করেছে। করোনার টিকা আবিষ্কার করে তা মানবদেহে কেমন কাজ করছে তা পরীক্ষা করা, এটাই সহজ কথায় হিউম্যান ট্রায়াল। যা নিশ্চিত করবে টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্বন্ধে। রাশিয়াও দাবি করেছে তারা ইতিমধ্যেই তাদের তৈরি টিকার হিউম্যান ট্রায়াল সাফল্যের সঙ্গে শেষ করতে পেরেছে। এই অবস্থায় পিছিয়ে নেই ভারতও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *