Health

খুসকি দূর করতে মামুলি পাতাটি দারুণ উপকারি

খুসকি অনেকের জন্যই এক বড় সমস্যা। একে তাড়াতে কিন্তু ঘরোয়া টোটকা যথেষ্ট উপকারি। খুসকি তাড়াতে হাতের কাছে পাওয়া একটি পাতা দারুণ কার্যকরী।

খুসকি এক বড় সমস্যা। যা আবার শীতকালে আরও বাড়ে। বসন্তেও খুসকি জ্বালাতন করতেই থাকে। ফলে তা থেকে মুক্তি পেতে চান সকলেই। এজন্য কিন্তু সামান্য ঘরোয়া উপচার যথেষ্ট কার্যকরী হয়।

খুসকি দূর করতে সহজ কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে। যার ১টি সহজে করা যেতে পেরে। বসন্তকালে খুব সহজেই নিমপাতা পাওয়া যায়। যদিও সারাবছরই নিমপাতা পাওয়া যায়। তবে বসন্তের বাজারে তা সহজলভ্য।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Neem
নিমপাতা, প্রতীকী ছবি

খান দশেক নিমপাতা সারারাত গরম জলে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর সকালে তা চটকে দইয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার এই নিমপাতা বাটা এবং দইয়ের মিশ্রণ মাথার লাগিয়ে দিতে হবে।

আধঘণ্টা থেকে ৪৫ মিনিট তা রেখে তারপর তা ধুয়ে ফেলতে হবে। এভাবে মাঝে মাঝেই করতে হবে। যা ক্রমে খুশকি সাফ করে দেবে।

আরও একটি পথে খুসকি তাড়ানোর চেষ্টা করা যেতে পারে। নারকেল তেলের সঙ্গে লেবু মিশিয়েও খুশকি তাড়ানো যেতে পারে। তবে লেবুর ব্যবহারে সতর্ক থাকতে হবে।

লেবুর রস বেশি হলে তা আবার মাথার ত্বকের ওপর প্রভাব ফেলে। কিন্তু নারকেল তেল এবং পাতিলেবুর রসের এই মিশ্রণ মাথায় দিয়ে কিছুক্ষণ রেখে তারপর তা স্নানের সঙ্গে ধুয়ে ফেলতে হবে। শ্যাম্পু করে নিলে সবচেয়ে ভাল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *