World

হাফিজ সঈদকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, পাক সরকারকে জানাল আমেরিকা

পাকিস্তান সরকারকে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদকে অবিলম্বে গ্রেফতার করতে বলল আমেরিকা। তাকে শুধু গ্রেফতার করাই নয়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে এদিন পাক সরকারকে বলা হয়েছে হাফিজ সঈদ বহু সাধারণ মানুষের মৃত্যুর জন্য দায়ী। যারমধ্যে অনেক মার্কিন নাগরিকও রয়েছেন। তাকে মুক্তি দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট চিন্তিত। তাই তাকে অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত সাজা দিতে হবে। গত বৃহস্পতিবার মুম্বই হামলার মাস্টার মাইন্ডকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় পাকিস্তানের পঞ্জাব প্রদেশের জুডিশিয়াল রিভিউ বোর্ড। জামাত-উদ-দাওয়া-র প্রধান হাফিজ সঈদ চলতি বছরের জানুয়ারি থেকেই গৃহবন্দি ছিল। তার সংগঠনও পাকিস্তানে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত। সেইসঙ্গে হাফিজ সঈদ ওতপ্রোতভাবে লস্কর-ই-তৈবার সঙ্গে জড়িত। তাকে মুক্তি দেওয়ায় ভারত গত বৃহস্পতিবারই ক্ষোভ উগরে দিয়েছিল।

এদিকে এদিন হাফিজ সঈদ গৃহবন্দি দশা থেকে মুক্তি পাওয়ার পর লাহোরে একটি মসজিদ থেকে হুংকার ছেড়েছে। তার নিশানায় ছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টার জন্য নওয়াজ শরিফকে এদিন বিশ্বাসঘাতক বলে ব্যাখ্যা করে জামাত-উদ-দাওয়া প্রধান।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *