Tuesday , December 11 2018
Egypt

পিরামিডের দেশে বন্দুকবাজের গুলি-বিস্ফোরণে মৃত ২৩৫

সুদূর অতীতে এমন ভয়ংকর গণহত্যা দেখেনি মিশর। গুলি চালিয়ে, বিস্ফোরণ ঘটিয়ে একসঙ্গে ২৩৫ জন প্রার্থনারত মানুষকে হত্যার ঘটনা ঘটল একটি মসজিদে। শুক্রবার মিশরের সিনাই শহরের রদা মসজিদে চলছিল প্রার্থনা। কানায় কানায় ভর্তি ছিল মসজিদ চত্বর। সেখানে ঢুকে প্রথমে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। রক্তাক্ত অবস্থায় মসজিদের মেঝেতেই লুটিয়ে পড়তে থাকেন একের পর এক মানুষ। বেশ কিছুক্ষণ এমন এলোপাথাড়ি গুলিবর্ষণের পর নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয় ওই বন্দুকবাজ।


প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে চারধার। একসঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়ে লুটিয়ে পড়েন। চারপাশে তখন কালো ধোঁয়া আর মানুষের মর্মভেদী আর্তনাদ। আতঙ্ক ছেয়ে যায় গোটা মসজিদ চত্বরে। রদা মসজিদে হওয়া এই ভয়ংকর জঙ্গিহানায় ২৩৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ১৫০ জন গুরুতর আহত। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অনেকেরই শরীরে একাধিক গুলি ঢুকে আছে। কারও হাত উড়ে গেছে, কারও পা। চারপাশে শুধু রক্তের বন্যা। বাতাসে পোড়া মাংসের গন্ধ। এখনও কোনও সন্ত্রাসবাদী সংগঠন ঘটনার দায় স্বীকার না করলেও পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনার পিছনে ইসলামিক স্টেটের হাত রয়েছে।

About News Desk

Check Also

Indian Army

৩ পুলিশকর্মীকে হত্যা করে বন্দুক নিয়ে পালাল জঙ্গিরা

জম্মু কাশ্মীরে এখন প্রবল ঠান্ডা। অনেক জায়গাতেই বরফ পড়ছে। তারমধ্যেও কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপ থেমে নেই। তারা তাদের নাশকতা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *