এই প্রথম অঙ্ক কষে অলিম্পিয়াডে সোনা জিতল এআই, হেরে গেল মানুষ
মানুষকে হারিয়ে দিল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অলিম্পিয়াডে সোনা জিতে মানুষকে হারিয়ে দিল। এমনটা এই প্রথম ঘটল পৃথিবীতে।

পৃথিবী ক্রমশ কি যন্ত্রের গ্রাসে চলে যাবে? এ প্রশ্ন অনেকদিনের। মানুষ কি যন্ত্রের সঙ্গে দৌড়ে পিছিয়ে পড়বে? সে প্রশ্নও বারবার উঠেছে। একটা সময় পৃথিবীকে হয়তো যন্ত্রই শাসন করতে চলেছে।
তাই অনেকেই এআই-এর অঙ্ক কষে অলিম্পিয়াডে সোনা জিতে ইতিহাস রচনা করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উঠতে পারছেন না। অঙ্কের অলিম্পিয়াডে নিজেদের প্রমাণ করার চেষ্টায় ত্রুটি রাখে না অঙ্কের সেরা ছাত্ররা।
বিশ্বজুড়ে নানা দেশ থেকে অঙ্কের সেরা ছাত্ররা দেশকে বিশ্বসেরা করতে অঙ্কের অলিম্পিয়াডে যোগদান করে। সেই প্রতিযোগিতায় এই প্রথম কোনও মানুষ সোনা জিততে পারল না। ৬টার মধ্যে ৫টি অঙ্ক সঠিকভাবে কষে দিয়ে সোনা জিতে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
মানুষের বুদ্ধিমত্তাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে ইন্টারন্যাশনাল ম্যাথম্যাটিক্যাল অলিম্পিয়াড জিতে নিল গুগলের ডিপমাইন্ড। অ্যালজেব্রা, কম্বিনেট্রনিক্স, জিওমেট্রি এবং নাম্বার থিওরি-র ৬টির মধ্যে ৫টি অঙ্কই সঠিকভাবে করে দিয়ে ডিপমাইন্ড পৃথিবীর বুদ্ধিমান অঙ্কের ছাত্রদের সকলকে হারিয়ে সোনা জিতে নিল।
এই প্রথম এআই মানুষকে হারিয়ে অঙ্কের অলিম্পিয়াড থেকে সোনা জেতার শিরোপা অর্জন করল। মানুষের বুদ্ধিকে এভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া ভবিষ্যতের জন্য কি অশনিসংকেত? সে প্রশ্ন কিন্তু উঠছে।
অস্ট্রেলিয়ায় এবার বসেছিল এই ইন্টারন্যাশনাল ম্যাথম্যাটিক্যাল অলিম্পিয়াড-এর আসর। যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের হাইস্কুলের অঙ্কে তুখোড় ছাত্রছাত্রীরা এসেছিল তাদের অঙ্ক কষার ক্ষমতার পরিচয় দিতে। সেখানে তাদের সকলকে হারিয়ে দিল একটা যন্ত্র।